ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

যেসব জিনিস নিতে নিষেধাজ্ঞা দিলো সৌদি আরব

২০২৫ মার্চ ০৭ ১১:২০:৩৩
যেসব জিনিস নিতে নিষেধাজ্ঞা দিলো সৌদি আরব

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় সম্প্রতি ঘোষণা করেছে যে, ওমরাহ পালন করতে যাওয়া মুসল্লিদের কিছু নির্দিষ্ট বস্তু সৌদি আরবে নিয়ে প্রবেশ নিষিদ্ধ। এসব নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করেছে সৌদি সরকার।

নিষিদ্ধ বস্তুসমূহ: লেজার, আতশবাজি, নকল মুদ্রা, অনিবন্ধিত ওষুধ

এই নিষেধাজ্ঞা মুসল্লিদের নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য জারি করা হয়েছে। মন্ত্রণালয় তাদের প্রকাশিত নির্দেশনায় জানায় যে, সৌদিতে প্রবেশের আগে মুসল্লিদের নিশ্চিত করতে হবে যে তারা এসব নিষিদ্ধ বস্তু বহন করছেন না।

মুসল্লিদের জন্য আরও জানানো হয়েছে যে, এই বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য সৌদি আরবের যাকাত, কর ও শুল্ক কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করা উচিত।

প্রসঙ্গত, হজ বছরে একবার অনুষ্ঠিত হলেও ওমরাহ সারা বছরই পালিত হতে পারে। তবে পবিত্র রমজান মাসে ওমরাহযাত্রীর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। সৌদির বিভিন্ন অঞ্চলের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিরাও এই সময়ে মক্কায় ওমরাহ পালন করতে আসেন।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে