ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
Sharenews24

প্রতিদিন ৮ ঘণ্টা এসি চালালে মাসিক বিল যেমন আসবে

২০২৫ মার্চ ০৮ ১১:০২:৩৭
প্রতিদিন ৮ ঘণ্টা এসি চালালে মাসিক বিল যেমন আসবে

নিজস্ব প্রতিবেদক : গরম শুরু হলেই এসি চালানো বেড়ে যায়, কিন্তু অনেকের মনে প্রশ্ন থাকে, প্রতিদিন ৮ ঘণ্টা এসি চালালে মাস শেষে বিদ্যুৎ বিল কত আসে? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কয়েকটি বিষয় বিবেচনা করতে হয়, যেমন এসির ক্ষমতা, বিদ্যুতের ইউনিট চার্জ এবং ব্যবহারের ধরন।

এসির ক্ষমতা অনুযায়ী বিদ্যুৎ খরচ:

১ টন এসি: প্রতি ঘণ্টায় ০.৮ থেকে ১ ইউনিট বিদ্যুৎ খরচ করে।

১.৫ টন এসি: প্রতি ঘণ্টায় ১.২ থেকে ১.৫ ইউনিট বিদ্যুৎ খরচ করে।

২ টন এসি: প্রতি ঘণ্টায় ১.৮ থেকে ২ ইউনিট বিদ্যুৎ খরচ করে।

প্রতিদিন ৮ ঘণ্টা এসি চালালে, প্রতি মাসে এসি চালানোর জন্য মোট ইউনিট হবে ১৯২ থেকে ৪৮০ ইউনিট। যদি গড় বিদ্যুতের দাম প্রতি ইউনিট ৬-৮ টাকা হয়, তবে মাসিক বিদ্যুৎ বিল হবে:

১ টন এসি: ১,৩০০ থেকে ১,৬০০ টাকা

১.৫ টন এসি: ২,০০০ থেকে ২,৫০০ টাকা

২ টন এসি: ৩,০০০ থেকে ৩,৫০০ টাকা

বিদ্যুৎ খরচ কমানোর উপায়:

ইনভার্টার এসি ব্যবহার করলে ৩০-৪০% বিদ্যুৎ সাশ্রয় হয়।

এসি চালানোর তাপমাত্রা ২৪-২৬ ডিগ্রি সেলসিয়াস রাখলে বিদ্যুৎ খরচ কমে।

রুমের দরজা-জানালা বন্ধ রাখলে এসি বেশি কার্যকরী হয়।

টাইমার সেট করে নির্দিষ্ট সময় পর এসি বন্ধ করা।

এসির ফিল্টার নিয়মিত পরিষ্কার করাও বিদ্যুৎ সাশ্রয়ে সাহায্য করে।

এই কিছু নিয়ম অনুসরণ করলে এসি চালানোর খরচ কমানো সম্ভব।

কেএইচ/

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে