ঢাকা, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
Sharenews24

অভিমান করে বাড়ি ছেড়েছেন অভিনেতার স্ত্রী

২০২৫ মে ০৮ ১৯:১৪:১৭
অভিমান করে বাড়ি ছেড়েছেন অভিনেতার স্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার। অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া তার বিরুদ্ধে মারধর ও ধর্ষণের হুমকির অভিযোগ আনলে খবরের শিরোনাম হন তিনি। এরপর শামীম মুখোমুখি হন দেশের গণমাধ্যমের। জানান তার বিরুদ্ধে আনা অভিযোগের নেই কোনো ভিত্তি।

এসময় তিনি তার সাবেক প্রেমিকা অভিনেত্রী অহনা রহমানের সঙ্গে সম্পর্ক নিয়েও মুখ খুলেন। তার পরেই বাধে বিপত্তি। এরপর জানা যায় অভিনেতার ব্যক্তিজীবনেও শুরু হয়ছে ঝামেলা। শামীম হাসান সরকার এপ্রিলের ৪ তারিখ আফসানা আক্তারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

এদিন পারিবারিকভাবেই তাদের বিয়ে সম্পন্ন হয়। সবকিছু ভালোই যাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই তার বিরুদ্ধে অভিনেত্রীর অভিযোগ এবং মিডিয়াতে তার প্রাক্তন প্রেমিকা নিয়ে আলোচনা শুরু হলে পারিবারিক জীবনে অশান্তি হয় এই অভিনেতার। এবার জানা গেছে ৭ মে রাতে শামীমের স্ত্রী অভিমানে তার বাসা ছেড়ে চলে গছেন। তবে তিনি কোথায় চলে গেছেন সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

এরই মধ্যে এই অভিনেতার বিরুদ্ধে অভিনেত্রী ও বাচিকশিল্পী সিফাত বন্যা শামীমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। বছর দুয়েক আগে শুটিং সেটে তার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে এবার মুখ খুললেন তিনি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে