ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

শেয়ারবাজারের বিনিয়োগকারীরা কাফন পরে রাজপথে: হতাশাজনক পরিস্থিতি

২০২৫ মে ০৮ ২০:৩৯:২৯
শেয়ারবাজারের বিনিয়োগকারীরা কাফন পরে রাজপথে: হতাশাজনক পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে দীর্ঘদিন ধরে চলমান দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীরা অভিনব পথ বেছে নিয়েছেন। বৃহস্পতিবার (০৮ মে) শেয়ারবাজারের দিনের লেনদেন শেষে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের ব্যানারে রাজধানীর মতিঝিলে কাফন পরে রাজপথে শুয়ে বিক্ষোভ করেন তারা। এই কর্মসূচির মাধ্যমে তারা শেয়ারবাজারের সংকটের জন্য বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদকে দায়ী করে তার অপসারণের জোর দাবি জানায়।

বিনিয়োগকারীরা বলেন, “শেয়ারবাজার বোঝেন না এমন একজনের নেতৃত্বে বাজার পরিচালিত হতে পারে না। অযোগ্যতার কারণে তিনি বাজারকে গভীর সংকটে ফেলেছেন। তাই আমরা তার পদত্যাগ চাই।”

তারা আরও জানান, আগামী ১১ মে প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ বৈঠকটিতে বিনিয়োগকারীদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, যাতে তাদের মতামত ও সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া যায়।

অভিনব এই প্রতিবাদের মাধ্যমে বিনিয়োগকারীরা বোঝাতে চান, তাদের ক্ষোভ ও উদ্বেগ অপ্রতিরোধ্য এবং তারা এই সংকটের সমাধানে কার্যকর ব্যবস্থা ও দায়ী ব্যক্তির পদত্যাগ চাইছেন।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে