ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
Sharenews24

পুলিশদের ছুটি বাতিল

২০২৫ মে ০৮ ১৪:০৩:২০
পুলিশদের ছুটি বাতিল

নিজস্ব প্রতিবেদক: কাশ্মীরের পেহেলগাম হামলার প্রতিশোধে পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর সীমান্তবর্তী রাজ্য রাজস্থান ও পাঞ্জাবে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পাকিস্তানের পাল্টা হামলার আশঙ্কায় দুই রাজ্যেই পুলিশ সদস্যদের ছুটি বাতিল, জনসমাবেশ নিষিদ্ধ এবং সীমান্তের গ্রামগুলোতে জরুরি পরিকল্পনা চালু করা হয়েছে।

এছাড়া রাজস্থানে ১ হাজার ৩৭০ কিলোমিটার দীর্ঘ সীমান্তে সন্দেহজনক কিছু দেখলেই গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সীমান্তও পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।

ভারতীয় বিমানবাহিনী পশ্চিমাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে, সুখোই-৩০ যুদ্ধবিমান গঙ্গানগর থেকে কচ্ছ পর্যন্ত টহল দিচ্ছে। যোধপুর, কিষাণগড় ও বিকানের বিমানবন্দর থেকে ৯ মে পর্যন্ত সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। সীমান্তবর্তী জেলা গুলোতে স্কুল বন্ধ ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত ব্ল্যাকআউট কার্যকর করা হয়েছে, যাতে শত্রুপক্ষের বিমান চলাচলে বাধা সৃষ্টি হয়।

পাঞ্জাবেও একইভাবে পুলিশ সদস্যদের ছুটি বাতিল, জনসমাগম সীমিত এবং মুখ্যমন্ত্রীর সব সরকারি কর্মসূচি স্থগিত করা হয়েছে। সীমান্ত পরিস্থিতি ঘিরে দুই রাজ্যেই সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে প্রশাসন।

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে