ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

এরদোয়ানকে যে বার্তা দিলেন পাক প্রধানমন্ত্রী

২০২৫ মে ০৮ ১৬:৩৮:১০
এরদোয়ানকে যে বার্তা দিলেন পাক প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ভারতের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পর উদ্ভূত উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ‘ভাই’ অভিহিত করে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে শরিফ বলেন, ‘এই সংকটময় মুহূর্তে তুরস্কের সংহতি ও সমর্থনের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। আমাদের শহিদদের জন্য প্রার্থনা করায় তুরস্কের ভাইদের প্রতি কৃতজ্ঞতা।’

তিনি আরও জানান, এরদোয়ানকে পাকিস্তানের সেনাবাহিনীর ‘বীরত্ব ও পেশাদারিত্বে’ শত্রুদের প্রতিরোধ করার বিষয়ে বিস্তারিত অবহিত করেছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যেকোনো মূল্যে আমাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করব।’ একইসঙ্গে তিনি উল্লেখ করেন, দক্ষিণ এশিয়ায় উত্তেজনা প্রশমনে তুরস্কের প্রচেষ্টাকেও পাকিস্তান সম্মান জানায়।

তুরস্ক এর আগেও ভারত-পাকিস্তান উত্তেজনার সময় দ্বিপাক্ষিক সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানের পক্ষে কথা বলেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে