ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে তেজিভাব: দুই বাজারে দুই চিত্র

২০২৫ মে ০৮ ১৫:৫২:৩৪
শেয়ারবাজারে তেজিভাব: দুই বাজারে দুই চিত্র

নিজস্ব প্রতিবেদক: অনেক দিন পর দেশের দুই শেয়ারবাজারে আজ বৃহস্পতিবার (৮ মে) দেখা গেছে বড় চাঙ্গাভাব। সূচক ও শেয়ার দামে উল্লম্ফনের মধ্যেই দুই বাজারে দেখা গেছে দুই রকম চিত্র।

এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)– দুই বাজারেই সূচক বড় পরিসরে বেড়েছে। তবে ডিএসইতে লেনদেন উল্লেখযোগ্য হারে কমে গেলেও সিএসইতে তা বেড়েছে প্রায় চার গুণ।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে প্রায় ১০০ পয়েন্ট। একই সময়ে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১১৩ পয়েন্টের বেশি। বাজার বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক রাজনৈতিক আশাবাদ ও প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আসন্ন বৈঠকের খবরে বিনিয়োগকারীদের মনোভাব কিছুটা ইতিবাচক হয়েছে। শেয়ারবাজার নিয়ে বিনিয়োগকারীদের আশাবাদের কারণে সূচকের এমন উত্থান হয়েছে।

তবে ডিএসইতে আজ লেনদেন হয়েছে মাত্র ৩৬৬ কোটি টাকার, যেখানে আগের দিন লেনদেন ছিল ৫১৬ কোটি টাকা। অন্যদিকে সিএসইতে লেনদেন ৬ কোটি ৫২ লাখ টাকা থেকে বেড়ে হয়েছে ২১ কোটি ৬১ লাখ টাকা—এক দিনে প্রায় ৩ গুণের বেশি বৃদ্ধি।

অন্যদিকে, ডিএসইতে আজ ৩৭৭টি প্রতিষ্ঠানের দাম বেড়েছে, কমেছে ১০টির এবং পরিবর্তন হয়নি ৭টির। অন্যদিকে সিএসইতে দাম বেড়েছে ১২৯ প্রতিষ্ঠানের, কমেছে ৪৫টির এবং পরিবর্তন হয়নি ১৫টির।

অপরদিকে, ডিএসইতে আজ ক্রেতাশূন্য প্রতিষ্ঠান সংখ্যা ছিল প্রায় দুই ডজনের মতো, যেখানে সিএসইতে ক্রেতাশূন্য প্রতিষ্ঠান ছিল ডিএসইর অর্ধেকেরও কম।

বাজার বিশ্লেষকদের মতে, বাজারে সূচক বৃদ্ধির পেছনে একদিকে যেমন নীতিনির্ধারকদের আগ্রহ কাজ করছে, অন্যদিকে কিছু বিনিয়োগকারী এখনও বাজার পর্যবেক্ষণে রয়েছেন, যার প্রতিফলন ডিএসইর কম লেনদেনে দেখা যাচ্ছে।

বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে আসন্ন উচ্চপর্যায়ের বৈঠক এবং পরবর্তী নীতিগত সিদ্ধান্তগুলো কতটা কার্যকর হয়—সেটিই হবে সামনের দিক নির্দেশনার প্রধান উপাদান, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে