ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
Sharenews24

‘গোপন দেশত্যাগ’ নিয়ে হুঁশিয়ারি দিলেন এনসিপি নেতা

২০২৫ মে ০৮ ১৬:১৩:০৫
‘গোপন দেশত্যাগ’ নিয়ে হুঁশিয়ারি দিলেন এনসিপি নেতা

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার অভ্যুত্থানের নয় মাস পর দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। বিষয়টি ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ এক ফেসবুক পোস্টে এই প্রেক্ষাপটে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে দেওয়া পোস্টে হান্নান মাসউদ দাবি করেন, “আব্দুল হামিদকে বিমানবন্দরে প্রথমে আটকানো হলেও পরে ‘চুপ্পু’র অফিস থেকে ফোন কল আসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। এরপরও কি ইন্টেরিম সরকারকে ‘জুলাই বিপ্লবীরা’ সমর্থন করে যাবে?”

তিনি আরও লেখেন, “সরি, হয় চুপ্পুকে সরান, লীগকে ব্যান করেন, আর না হয় নিজেরা সরে যান।”

এর আগে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও সামাজিক মাধ্যমে আবদুল হামিদের দেশত্যাগ নিয়ে মন্তব্য করেছেন।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। এরপর থেকেই আত্মগোপনে ছিলেন দলের অনেক নেতা-কর্মী। তবে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ এতদিন দেশে ছিলেন।

বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে তিনি ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ড. এএম নওশাদকে নিয়ে ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তার দেশত্যাগে কোনো বাধা না থাকায় ‘সবুজ সংকেত’ দেওয়া হয়।

সূত্র জানিয়েছে, আবদুল হামিদের বিরুদ্ধে বর্তমানে কোনো আইন প্রয়োগকারী সংস্থার কাছে কোনো মামলা বা নিষেধাজ্ঞা নেই।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে