ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
Sharenews24

আসিফ ও মাহফুজকে সতর্ক করলেন এনসিপি নেত্রী

২০২৫ মে ০৮ ১৬:৫৪:৫২
আসিফ ও মাহফুজকে সতর্ক করলেন এনসিপি নেত্রী

নিজস্ব প্রতিবেদক: এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবীন বৃহস্পতিবার (৮ মে) এক ফেসবুক পোস্টে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি—আসিফ মাহমুদ (যুব ও ক্রীড়া উপদেষ্টা) এবং মাহফুজ আলম (তথ্য উপদেষ্টা)—কে সরকার থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “এনসিপির কেউ না, জুলাইয়ের আগের সাধারণ জনগণের কাতারের তাজনুভা হয়ে বলছি—মাহফুজ আর আসিফের এখন সরকার থেকে সরে আসা উচিত। তারা যে সরকারের অংশ, সে সরকার আর অভ্যুত্থানপন্থী নেই।”

তাজনুভা তাদের উদ্দেশে আরও বলেন, “সরে এসে আবার রাজপথে জনগণের পাশে দাঁড়ান। আপনাদের আর মানাচ্ছে না ওখানে। সরে এসে জনগণকে আশ্বস্ত করুন। জুলাইয়ের শহীদদের কাছে দায়বদ্ধ থাকুন।”

তিনি অভিযোগ করেন, “শহীদদের সামনে দিয়ে আসামিরা দাপটের সঙ্গে মাথা উঁচু করে পালাচ্ছে—এটা মেনে নেওয়া যায় না। তাই আমাদের আবারও রাজপথে এক হতে হবে, বিশেষ করে আওয়ামী লীগ ইস্যুতে। কারণ, জুলাই শেষ হয়নি, আদতে জুলাই এখনো চলছে।”

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এনসিপির নাহিদ ইসলাম শুরুতে সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন, কিন্তু পরে পদত্যাগ করে আলাদা রাজনৈতিক সংগঠন গড়েন। তার দলের অন্যতম নেত্রী তাজনুভা জাবীন বর্তমানে সরকারের ‘জনগণের প্রতিনিধিত্ব’ নিয়ে প্রশ্ন তুলছেন।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে