ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
Sharenews24

খেলাপির কারণে পদচ্যুত প্রিমিয়ার ব্যাংকের পরিচালক নাহিয়ান

২০২৫ মে ০৮ ১৬:৪৪:৫৮
খেলাপির কারণে পদচ্যুত প্রিমিয়ার ব্যাংকের পরিচালক নাহিয়ান

নিজস্ব প্রতিবেদক: ঋণখেলাপির দায়ে প্রিমিয়ার ব্যাংকের পরিচালক পদ থেকে অপসারিত হয়েছেন শাহ মো. নাহিয়ান হারুন। তার মালিকানাধীন প্রতিষ্ঠান রাজবীথি ট্রাভেলস লিমিটেড স্ট্যান্ডার্ড ব্যাংকের কাছ থেকে নেওয়া প্রায় ৫ কোটি টাকার ঋণ খেলাপি হওয়ায় কেন্দ্রীয় ব্যাংক এই পদক্ষেপ নিয়েছে।

স্ট্যান্ডার্ড ব্যাংকের অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক তাকে ঋণ পরিশোধে দুই মাস সময় দিয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ না করায় ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১–এর ১৭(৫) ধারা অনুসারে ৪ মে থেকে প্রিমিয়ার ব্যাংকে তার পরিচালকের পদ শূন্য ঘোষণা করা হয়। এই আইনের আওতায় প্রিমিয়ার ব্যাংকে থাকা তার শেয়ার বিক্রি করে স্ট্যান্ডার্ড ব্যাংক পাওনা আদায় করতে পারবে।

নাহিয়ান হারুন বর্তমানে রাজবীথি ট্রাভেলস লিমিটেডের এমডি। তিনি রেইনট্রি হোটেল ও নাভস্টার শিপিং লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

উল্লেখযোগ্য যে, তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বজলুল হক হারুন (বিএইচ হারুন)-এর ছেলে। বিএইচ হারুনও একসময় প্রিমিয়ার ব্যাংকের পরিচালক ও ভাইস চেয়ারম্যান ছিলেন, যিনি আরেক আর্থিক কেলেঙ্কারির ঘটনায় পদ হারান। এরপর তার ছেলে নাহিয়ান প্রিমিয়ার ব্যাংকের পরিচালক হন।

এ বিষয়ে স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান জানিয়েছেন, নাহিয়ান হারুনের চারটি প্রতিষ্ঠানের কাছে ব্যাংকের পাওনা দাঁড়িয়েছে ৭০ কোটি টাকা। বারবার তাগাদা দেওয়ার পরও ঋণ পরিশোধ না করায় একটি প্রতিষ্ঠানকে খেলাপি ঘোষণা করা হয়েছে এবং এখন আইনি প্রক্রিয়ায় তার শেয়ার বিক্রির মাধ্যমে ঋণ আদায় করা হবে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে