ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
Sharenews24

ইউনূস প্রেমে শেয়ারবাজার চাঙ্গা, সূচকের সেঞ্চুরি উত্থান

২০২৫ মে ০৮ ১৫:৩২:৪৯
ইউনূস প্রেমে শেয়ারবাজার চাঙ্গা, সূচকের সেঞ্চুরি উত্থান

নিজস্ব প্রতিবেদক: টানা দরপতনের ধাক্কা সামলে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (০৮ মে) দেশের শেয়ারবাজারে দেখা গেল উল্লেখযোগ্য উত্থান। দিন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে প্রায় ১০০ পয়েন্ট। আগের দিন ১৫০ পয়েন্টের পতন ঘটেছিল।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, শেয়ারবাজার নিয়ে সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন বৈঠকের খবরেই বিনিয়োগকারীদের আস্থার কিছুটা প্রত্যাবর্তন ঘটেছে। এই বৈঠককে বাজারের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

জানা গেছে, আগামী ১১ মে দেশের শেয়ারবাজার পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং মন্ত্রণালয়ে নীতি-নির্ধারকদের নিয়ে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দায়িত্ব নেওয়ার পর এটাই হবে তার শেয়ারবাজার সংশ্লিষ্ট প্রথম উচ্চপর্যায়ের আলোচনা।

বাজার সংশ্লিষ্ট একজন সিনিয়র বিশ্লেষক শেয়ারনিউজকে বলেন, পূর্বের কোনো সরকার প্রধান এভাবে সরাসরি শেয়ারবাজার পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেননি। শেয়ারবাজার নিয়ে সরকার প্রধানের এমন আগ্রহ অবশ্যই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং এটি বাজারে ইতিবাচক মনোভাব তৈরিতে সহায়ক হবে। ড. ইউনূসের উদ্যোগ শেয়ারবাজারের বিনিয়োগকারীরা নতুন করে আশার আলো দেখছে বলে মনে করেন তিনি।

তবে এদিন সূচকের সেঞ্চুরি হলেও লেনদেন আগের দিনের তুলনায় অনেক কমে গেছে। শেয়ার দামে চাঙ্গাভাব থাকার পরও বিনিয়োগকারীরা আজ শেয়ার ছাড়েননি। যে কারণে ডিএসইর লেনদেন আজ ৩৬৬ কোটির ঘরে আটকে গেছে। অথচ আগের দিন সূচকের বড় ধসের মধ্যেও ছিল শেয়ার বিক্রির অসম প্রতিযোগিতা। লেনদেনও ছাড়িয়েছিল ৫০০ কোটি টাকা।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ

আজ (০৪ মে) ডিএসইর প্রধান সূচক ৯৯.৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯০২ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ২৬.২৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৭.০৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮২০ পয়েন্টে। আগের দিন ডিএসইর প্রধান সূচক কমেছিল ১৪৯.৩০ পয়েন্ট।

ডিএসইতে আজ ৩৬৬ কোটি ০৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫১৪ কোটি ৪৬ লাখ টাকার।

এদিন লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩৭৭টির, কমেছে ১০টির এবং পরিবর্তন হয়নি ৭টির।

বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ

সিএসইতে আজ ২১ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৬ কোটি ৫২ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২৯টির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১৩.৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭১৩ পয়েন্টে। আগেরদিন সিএএসপিআই কমেছিল ২৬৫ পয়েন্ট।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে