ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
Sharenews24

মিন্টো রোডে আসিফ মাহমুদ সজীবের সাহসী পদক্ষেপ

২০২৫ মার্চ ০৭ ১৯:১৯:১৩
মিন্টো রোডে আসিফ মাহমুদ সজীবের সাহসী পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের "মার্চ ফর খিলাফত" কর্মসূচির সময় পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে আটক হওয়া রিকশাচালককে ছাড়িয়ে নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে হিজবুত তাহরির তাদের কর্মসূচি শুরু করে এবং এ সময় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী তাদের ধাওয়া করতে থাকে। ঘটনাক্রমে, কয়েকজনকে হিজবুত তাহরির সদস্য হিসেবে সন্দেহে আটক করা হয়, এবং তাদের মধ্যে একজন রিকশাচালকও ছিলেন। পরে ওই রিকশাচালককে গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।

এসময়, সামাজিক মাধ্যমে রিকশাচালককে মুক্তির দাবি নিয়ে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়ে এবং সে দাবির প্রেক্ষিতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শুক্রবার বিকেল ৪টা ৪৬ মিনিটে ওই রিকশাচালককে ডিবি অফিস থেকে ছাড়িয়ে নেন।

এ বিষয়ে একটি প্রেস ব্রিফিং হওয়ার কথা থাকলেও তা হয়নি এবং বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। তবে, বেসরকারি একটি টিভি চ্যানেলের প্রতিবেদনে বলা হয়, রিকশাচালককে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে