ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
Sharenews24

উল্টোপথে গাড়ি চলানো বিএনপি নেতার বিতর্কিত আচরণ

২০২৫ মার্চ ০৭ ১৫:২৪:১১
উল্টোপথে গাড়ি চলানো বিএনপি নেতার বিতর্কিত আচরণ

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন উল্টো পথে গাড়ি চালাচ্ছিলেন। এ সময় নারায়ণগঞ্জ চেম্বার ভবনের কাছে যানজট নিরসনে কর্মরত একদল শিক্ষার্থী রেজা রিপনের গাড়ি আটকিয়ে দেয়। শিক্ষার্থীরা তাকে জানান যে, তিনি উল্টো পথ দিয়ে গাড়ি চালাচ্ছেন। তবে রেজা রিপন ক্ষুব্ধ হয়ে ছাত্রদেরকে বলেন, "তোমরা চেম্বার অব কমার্সের না? সোহেলকে ফোন করে জিজ্ঞেস করো, আমি কে? আমি এখান দিয়েই যাবো, সরো।" ছাত্ররা তাকে জানায়, "যদিও আমরা চেম্বার অব কমার্সের সদস্য, তবে আমরা ছাত্র, এবং সবার জন্য আইন সমান।"

এরপর রেজা রিপন ছাত্রদেরকে আরো ধমকিয়ে বলেন, "এই শহরে থাকতে হলে চিনতে হবে।" ছাত্ররা তখন তার কথা শোনার পর গাড়িটি ছেড়ে দেয়। ভিডিওতে এই ঘটনার দৃশ্য ধরা পড়ে, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এ ঘটনায় শিক্ষার্থীদের পক্ষ থেকে নারায়ণগঞ্জ মহানগর ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাহফুজ খান বলেন, "এই ঘটনা দ্বিতীয় রমজানে ঘটেছিল, তবে সম্প্রতি ভিডিওটি ভাইরাল হয়েছে।" তিনি রেজা রিপনের উল্টোপথে গাড়ি চালানোর যৌক্তিকতা খুঁজে পাননি এবং বলেন, "এ ধরনের আচরণ কোনোভাবেই শোভনীয় নয়।"

এ বিষয়ে জানতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু বলেন, "এ ঘটনা ঘটেছিল যখন রেজা রিপন বাসায় ফেরার পথে ছিলেন এবং তিনি দ্রুত বাড়ি যেতে চেয়েছিলেন, তবে তার এই আচরণ ঠিক হয়নি এবং আমি তাকে এই বিষয়ে কথা বলবো।"

এদিকে নারায়ণগঞ্জ চেম্বারের সিনিয়র সহসভাপতি সোহেল সারওয়ার বলেন, "এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, তবে আমরা সবাই যানজট নিরসনে সহযোগিতা করব।"

এই ঘটনা জনসমক্ষে আসে এবং রেজা রিপনের আচরণ নিয়ে নানা আলোচনা সৃষ্টি হয়, যেখানে তিনি নিজেকে একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে