ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
Sharenews24

বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে জানা গেল

২০২৫ মার্চ ০৭ ১১:৪৮:১১
বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে জানা গেল

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে বাসের অগ্রিম টিকিট বিক্রি আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে। এ সময় থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ৭ দিনের জন্য টিকিট বিক্রি করা হবে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ঈদ প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ জানিয়েছেন, যাত্রীরা ১৪ মার্চ থেকে অনলাইনে এবং কাউন্টার থেকে বাসের টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে বেশ কিছু পরিবহণ কোম্পানি এবার সম্পূর্ণ অনলাইনে টিকিট বিক্রি করবে।

তিনি আরও বলেন, বিআরটিএ’র নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেয়া হবে, এবং ভাড়ার তালিকা বাইরে বাড়তি ভাড়া নেয়া যাবে না। এছাড়া, ঈদের সময় বাস টার্মিনালে মালিক সমিতির মনিটরিং টিম থাকবে, এবং নিরাপত্তার জন্য নাইট কোচগুলোতে ভিডিও পর্যবেক্ষণও করা হবে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে