ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
Sharenews24

ফারুকীর পোস্টে হাসিনার বিরুদ্ধে নতুন বিতর্কিত বক্তব্য

২০২৫ মার্চ ০৭ ১০:৫৬:৩৮
ফারুকীর পোস্টে হাসিনার বিরুদ্ধে নতুন বিতর্কিত বক্তব্য

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বৃহস্পতিবার (৬ মার্চ, ২০২৫) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন যা শীঘ্রই ভাইরাল হয়ে যায়। এতে তিনি বাংলাদেশে শেখ হাসিনাকে ট্রল করে একটি বিতর্কিত মন্তব্য করেন।

ফারুকী তার পোস্টে বলেন, শেখ হাসিনাকে "কুমিরের বাচ্চা বারবার দেখাইয়া ক্ষমতা আঁকড়ে ছিল" বলে উল্লেখ করেন। তার মতে, বাংলাদেশে বিভিন্ন মত, পথ, স্বভাব এবং পোশাকের মানুষের মধ্যে সমন্বয় থাকার কারণে দেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তিনি মন্তব্য করেন, বাংলাদেশে কখনও মোরাল পুলিশিংয়ের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি।

ফারুকী আরও লেখেন, ৭ জুলাই যখন হাসিনার বাহিনী বিপক্ষে লড়াই করছিল, তখন কারও কাছে খোঁজ নেওয়া হয়নি যে পাশের জন ছেলে না মেয়ে, দাড়িওয়ালা না দাড়ি ছাড়া, হিজাব না জিন্স, বিএনপি না জামায়াত—এগুলি কোনো প্রশ্ন ছিল না।

তিনি বলেন, "দাড়ি-টুপি-বোরখাকে যখন স্টিগমাটাইজ করা হয়েছিল, তখন প্রতিবাদ করেছিল বাংলাদেশ। আজ যখন উল্টো স্টিগমাটাইজ করা হচ্ছে, তখনও বাংলাদেশ প্রতিবাদ করছে।"

এছাড়া ফারুকী শেষের দিকে তার পোস্টে বলেন, "হাসিনা কুমিরের যে বাচ্চা বারবার দেখাইয়া ক্ষমতা আঁকড়ে ছিল, সেই বাচ্চা উৎপাদন কইরা তার উপকার কারা করছেন?" — এমন প্রশ্নও উত্থাপন করেন।

ফারুকীর এই পোস্ট সামাজিক মিডিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং এটি দ্রুত ভাইরাল হয়ে গেছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে