ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫
Sharenews24

টাকা না পেলে ড. ইউনূসকে চিঠি দেবেন শহীদ আফ্রিদি

২০২৫ মার্চ ০২ ২২:১৬:৩১
টাকা না পেলে ড. ইউনূসকে চিঠি দেবেন শহীদ আফ্রিদি

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বিদেশি খেলোয়াড়দের টাকা বকেয়ার অভিযোগ আগে থেকেই ছিল। এবারের টুর্নামেন্টে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

টুর্নামেন্টের শেষদিকে রাজশাহীর বিদেশি খেলোয়াড়রা পেমেন্ট না পেয়ে দল ছাড়তে বাধ্য হয়েছিলেন। এবার পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি বিপিএলের পারিশ্রমিক ইস্যুতে বড় ধরনের অভিযোগ তুলেছেন।

আফ্রিদি এই টুর্নামেন্টে চিটাগং কিংসের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি অভিযোগ করেছেন, এখনও তিনি প্রতিশ্রুত অর্থ পাননি। তিনি দাবি করেছেন, তার সঙ্গে চুক্তি ছিল ১ লাখ ডলারের।

চুক্তি অনুযায়ী, বাংলাদেশে পা রাখার পর ৫০ হাজার ডলার এবং টুর্নামেন্ট চলাকালে বাকি ৫০ হাজার ডলার দেওয়া হবে। তবে তাকে মোট ১৯ হাজার ডলার দেওয়া হয়েছে এবং বারবার টাকা চাওয়ার পর "কালকে দেব, দুই দিন পর দেব" বলে ঘোরানো হয়েছে, যা তাকে হতাশ করেছে।

আফ্রিদি জানিয়েছেন, তিনি বিষয়টি প্রকাশ করেননি বাংলাদেশের ক্রিকেট ও বিপিএলের ভাবমূর্তির কথা ভেবে। তবে এখন তিনি বিসিবি সভাপতি ফারুক আহমেদকে ই-মেইল করে সাহায্য চেয়েছেন।

তিনি বলেছেন, "টুর্নামেন্টের মাঝপথে আমি দেশে ফিরে এসেছিলাম। ১৯ জানুয়ারি ফেরত যাওয়ার কথা ছিল। তবে তারা টিকেট পাঠায়নি। এখন আর সামিরের সঙ্গে যোগাযোগ করতে পারছি না।"

শহীদ আফ্রিদি আরও জানান, তিনি যদি প্রয়োজন মনে করেন তবে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে বিষয়টি জানাবেন।

উল্লেখ্য, এর আগে চিটাগং কিংসের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার পারভেজ হোসেন ইমনের পারিশ্রমিক নিয়ে গড়িমসির অভিযোগ উঠেছিল।

মিরাজ/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে