ঢাকা, রবিবার, ৯ মার্চ ২০২৫
Sharenews24

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদের জন্য দুঃসংবাদ

২০২৫ মার্চ ০৯ ১২:৫৭:১৬
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদের জন্য দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক: পুলিশ সদর দপ্তরের নির্দেশে, দেশের প্রতিটি থানায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাদের তালিকা তৈরি করা হচ্ছে। এ তালিকা তৈরি করা হচ্ছে, সংগঠনটির নেতাকর্মীদের গতিবিধি, রাজনৈতিক সক্রিয়তা, সামাজিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা পর্যবেক্ষণের জন্য।

বিভিন্ন পুলিশ কর্মকর্তা সূত্রে জানা যায়, এ উদ্যোগ নেওয়া হয়েছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং এ ধরনের নেতাকর্মীদের কার্যক্রমের ওপর নজর রাখতে। পুলিশের কর্মকর্তারা জানান, এই তালিকা তৈরি করার উদ্দেশ্য হলো, কোনো ধরনের হামলা-মামলা বা হয়রানি নয়, বরং রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা।

পুলিশের একজন কর্মকর্তা বলেন, "নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চেষ্টা করছেন, সেই আশঙ্কায় তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।"

পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় জেলা পুলিশ সুপারদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে, তাদের থানা পর্যায়ের নেতাকর্মীদের তথ্য সংগ্রহ করতে। তথ্য সংগ্রহের মধ্যে ছাত্রলীগ নেতাদের পূর্ণাঙ্গ নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, রাজনৈতিক পরিচয় এবং অতীত বা বর্তমান কার্যক্রমের তথ্য সংগ্রহ করা হবে।

এ বিষয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ নুরুল হুদা বলেন, "কোনো সংগঠন রাষ্ট্রের জন্য হুমকি হয়ে থাকলে, তাদের তালিকা তৈরি করা এবং ব্যবস্থা নেওয়া স্বাভাবিক। এটি শুধু নির্দিষ্ট কোনো দলের জন্য নয়, সকল নিষিদ্ধ সংগঠনের জন্য প্রযোজ্য।"

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে