ঢাকা, রবিবার, ৯ মার্চ ২০২৫
Sharenews24

সাবেক আইজিপির রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ফাঁস

২০২৫ মার্চ ০৯ ১১:৪৭:৪৯
সাবেক আইজিপির রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ফাঁস

নিজস্ব প্রতিবেদক : একসময়ের ক্ষমতাধর পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বর্তমানে স্পেনের আরাগনের বোর্জা এলাকায় একটি বাড়িতে সপরিবারে বসবাস করছেন। দুর্নীতির অভিযোগের পর গোপনে দেশত্যাগ করেন তিনি। কিন্তু এখন, স্পেনে বসেই রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র চালাচ্ছেন এই সাবেক পুলিশ কর্মকর্তা।

২০২২ সালে আইজিপির পদ থেকে অবসর নেওয়ার পর থেকে বেনজীর আহমেদ মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আসেন। তিনি বেশ কিছুদিন চুপ থাকলেও, ২০২৪ সালের শুরুর দিকে তাঁর বিরুদ্ধে অবৈধভাবে বিশাল সম্পদ অর্জনের অভিযোগ উঠে। এরপরই তিনি দেশত্যাগ করেন। ২০২৪ সালের ৪ মে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলব করার পর, তিনি গোপনে দেশ ছাড়েন। এর পর দুবাই এবং স্পেনে চলে যান, এবং স্পেনে নাগরিকত্বের জন্য আবেদন করেন।

বেনজীর আহমেদ স্পেনে বসে বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছেন। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে উসকানি দেওয়ার জন্য তিনি বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সঙ্গে ভার্চুয়ালি যোগাযোগ করছেন। তার কিছু অডিও এবং বক্তব্য ভাইরাল হয়েছে, যেখানে তিনি পুলিশদের সরকারি পদক্ষেপের বিরুদ্ধে উসকানি দিয়ে আসছেন।

২০১৫ সালে র‌্যাবের মহাপরিচালক হওয়ার পর, বেনজীর আহমেদ ব্যাপক সমালোচিত হন। র‌্যাবের গুম, অপহরণ এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠে তাঁর ওপর। এছাড়া, ২০১৩ সালে ডিএমপি কমিশনার থাকাকালীন বিরোধী দলের নেতা ও কর্মীদের ওপর আক্রমণ ও নির্যাতনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তৎকালীন শাপলা চত্বরে হেফাজতী আন্দোলনের দমনেও তিনি মুখ্য ভূমিকা পালন করেছিলেন।

২০২৪ সালে বেনজীর আহমেদের বিরুদ্ধে সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগ ওঠে। এরপর দুর্নীতি দমন কমিশন তাঁকে তলব করে, কিন্তু তিনি দুই মাস সময় নিয়ে বিদেশ চলে যান। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি উঠলেও, তিনি দেশে ফিরে আসেননি এবং বিদেশে বসে ষড়যন্ত্রে লিপ্ত।

স্পেনে বসে তিনি শুধু দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিরুদ্ধে কাজ করছেন না, বরং পুলিশের মধ্যে বিরোধ সৃষ্টি এবং সরকারের বিরুদ্ধে অসহযোগিতার কাজও করছেন। তার কিছু অডিওতে পুলিশ সদস্যদের সঙ্গে তার আলোচনা উঠে আসে, যেখানে তিনি পুলিশ বাহিনীকে রাজনৈতিক কাজে ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন।

বর্তমানে বেনজীর আহমেদ স্পেনে বসে নিজের ব্যবসা পরিচালনা করছেন। আরাগনের বোর্জা এলাকায় তার দুটি রেস্তোরাঁ রয়েছে, যেগুলোর মাধ্যমে তিনি সেখানে তার আয়ের উৎস গড়ে তুলেছেন।

এনামুল/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে