ঢাকা, রবিবার, ৯ মার্চ ২০২৫
Sharenews24

সামিট গ্রুপের ১৯১ ব্যাংক হিসাব অবরুদ্ধ, ৪১ কোটি টাকা উদ্ধার

২০২৫ মার্চ ০৯ ১৬:১৪:৩৫
সামিট গ্রুপের ১৯১ ব্যাংক হিসাব অবরুদ্ধ, ৪১ কোটি টাকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ফারুক খানের ভাই, সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান এবং তার পরিবারসহ সংশ্লিষ্টদের নামে থাকা ১৯১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাব থেকে ৪১ কোটি ৭৪ লাখ ৭৬০ টাকার বেশি অর্থ উদ্ধার হয়েছে।

রোববার (৯ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুদকের উপপরিচালক আলমগীর হোসেন এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করার জন্য আবেদন করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান, দুদকের পক্ষ থেকে সামিট গ্রুপ এবং তাদের সংশ্লিষ্টদের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি এবং অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া, অর্জিত এসব সম্পদ মানিলন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে পাচারের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

অনুসন্ধানে এসব প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাবের তথ্য পাওয়া যায়, যেখানে বিপুল পরিমাণ অর্থ জমা রয়েছে। এসব অর্থ বিদেশে পাচার হতে পারে এমন আশঙ্কা রয়েছে, তাই তদন্তের স্বার্থে এসব হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

আরিফ/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে