ঢাকা, রবিবার, ৯ মার্চ ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে সূচক পতন, লেনদেনেও ধস

২০২৫ মার্চ ০৯ ১৪:১৩:০৭
শেয়ারবাজারে সূচক পতন, লেনদেনেও ধস

নিজস্ব প্রতিবেদক:শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) বিরাজ করছে শঙ্কা-আতঙ্ক। সংস্থাটির ১৬ কর্মকর্তার বিরুদ্ধে হয়েছে মামলা। তারা গ্রেপ্তার এড়াতে গত কয়েক দিন ধরে অফিসে আসছেন না। যার প্রভাব পড়েছে শেয়ারবাজারে।

আজ সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (০৯ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সাথে লেনদেনেও কমেছে। পাশাপাশি, আজ ডিএসইতে লেনদেনে অংশগ্রহণ করা বেশিভাগ প্রতিষ্ঠানের দর কমেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

রোববারের বাজার পর্যালোচনা

আজ ডিএসইর প্রধান সূচক ২৯.৫১ পয়েন্ট কমে ৫ হাজার ১৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইস ৪.৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.২৮ পয়েন্ট কমে ১ হাজার ৮৮০ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৫৩ কোটি ৩ লাখ টাকার। শেয়ার লেনদেন কমেছে ১৯ কোটি ৩৬ লাখ টাকার।

ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৫৮টির, কমেছে ২৭৪টির এবং পরিবর্তন হয়নি ৬৭টির।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে