ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেলসহ ২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

২০২৫ মার্চ ০৯ ১৫:৩৫:১৩
সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেলসহ ২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব রবিবার (৯ মার্চ) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রূপা ও ঢাকা সামাজিক বন বিভাগের ডিএফও সাইদুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন।

এই আদেশের মাধ্যমে আদালত রূপা ও সাইদুল ইসলামের বিদেশ যাওয়ার অনুমতি বন্ধ করে দিয়েছেন। দুদকের উপসহকারী পরিচালক ফারুক হোসেন তাদের বিরুদ্ধে চলমান তদন্তের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন, যেখানে তারা দেশের বাইরে পালিয়ে যেতে পারেন।

রূপার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি জি কে শামীমসহ বিভিন্ন আসামির সঙ্গে আঁতাত করে ক্ষমতার অপব্যবহার এবং ঘুষ গ্রহণ করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। তদন্ত চলাকালে বিশ্বস্ত সূত্র থেকে জানানো হয় যে, রূপা বিদেশে পালিয়ে যেতে পারেন, যার ফলে তদন্তে সমস্যা হতে পারে।

অন্যদিকে, সাইদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি স্থাবর এবং অস্থাবর সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন। তার বিদেশ যাওয়ার বিষয়ে সন্দেহ রয়েছে, কারণ তার ভাই-বোনেরা আমেরিকায় বসবাস করছেন এবং তিনি পিআরএল ভোগ করছেন।

আদালত তাদের বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন, যাতে তদন্তের সুষ্ঠু কার্যক্রম চলতে পারে এবং কোনো প্রকার বাধা না আসে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে