ঢাকা, রবিবার, ৯ মার্চ ২০২৫
Sharenews24

প্রতিবেশী দুই দেশের সঙ্গে যুদ্ধের শঙ্কা প্রকাশ

২০২৫ মার্চ ০৯ ১৯:৪৭:০২
প্রতিবেশী দুই দেশের সঙ্গে যুদ্ধের শঙ্কা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তান ও চীনের মধ্যে উচ্চ পর্যায়ের যোগসাজশের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, এই দুই দেশের দিক থেকে ভারতের বিরুদ্ধে যুদ্ধের আশঙ্কা রয়েছে।

ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, “পাকিস্তান এবং চীনের মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে, যা ভারতে সুরক্ষা সংকট তৈরি করতে পারে। পাকিস্তান তাদের অধিকাংশ অস্ত্র ও সরঞ্জাম চীন থেকে পেয়ে থাকে। আমরা পাকিস্তান ও চীনের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে যুদ্ধের আশঙ্কা করছি।”

ভারতের সেনাপ্রধান কাশ্মীরের সীমান্তে পাকিস্তান থেকে অনুপ্রবেশের ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “আমরা দেখতে পাচ্ছি, পাকিস্তান থেকে অনুপ্রবেশ অব্যাহত রয়েছে এবং এতে কাশ্মীরে সন্ত্রাসী কার্যকলাপ বাড়তে পারে।”

এছাড়া, কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপের পরিমাণ ২০১৮ সাল থেকে ৮৩ শতাংশ কমে গেছে বলে দাবি করেছেন তিনি। "আমাদের সেনাবাহিনীর কঠোর পরিশ্রমের কারণেই সন্ত্রাসী হামলা কমেছে," বলেন জেনারেল উপেন্দ্র।

তিনি আরও বলেন, “যতজন জঙ্গিকে গত বছরে কাশ্মীরে হত্যা করা হয়েছে, তাদের ৬০ শতাংশই পাকিস্তানি নাগরিক। পাকিস্তান থেকে অনবরত হুমকির মুখে রয়েছে ভারত।”

তবে, কাশ্মীরে সন্ত্রাসের পরিমাণ কমলেও পর্যটনের সংখ্যা বাড়ছে বলে উল্লেখ করেন তিনি। "আমরনাথ যাত্রায় পাঁচ লাখেরও বেশি মানুষ অংশ নিয়েছেন, যা কাশ্মীরে সন্ত্রাসের বিপরীতে পর্যটনের সাফল্যকে চিহ্নিত করে," বলেন সেনাপ্রধান।

আরিফ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে