ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

নতুন দলকে শর্ত জুড়ে দিলো নির্বাচন কমিশন

২০২৫ মার্চ ০৯ ১৯:৫৬:২১
নতুন দলকে শর্ত জুড়ে দিলো নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক নতুন রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন করার জন্য গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন (ইসি)।

এ বিষয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব, কে এম আলী নেওয়াজ, আজ রোববার (৯ মার্চ) নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার (১০ মার্চ) গণবিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দলগুলোকে নিবন্ধন আবেদন জমা দেওয়ার জন্য আহ্বান করা হবে। এই নিবন্ধন আবেদনের শেষ তারিখ ২০ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে কমিশন এ সিদ্ধান্ত অনুমোদন করেছে।

এছাড়া, নির্বাচন কমিশন (ইসি) সরকারকে একটি চিঠি পাঠিয়েছে, যাতে জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখার অনুরোধ করা হয়েছে। বিকেল নাগাদ এই চিঠি প্রধান উপদেষ্টার কার্যালয়, মন্ত্রীপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

বর্তমানে এনআইডি কার্যক্রম একটি স্বতন্ত্র প্রতিষ্ঠানের অধীনে নেয়ার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে, তবে নির্বাচন কমিশনের কর্মকর্তারা এই উদ্যোগের বিরোধিতা করে আন্দোলনে নেমেছেন। তাদের মতে, এনআইডি কার্যক্রম স্থানান্তর হলে নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতা খর্ব হবে এবং ভোটার তালিকা প্রণয়ন ও নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নানা সমস্যার সৃষ্টি হবে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে