ঢাকা, রবিবার, ৯ মার্চ ২০২৫
Sharenews24

কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরলেন বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা

২০২৫ মার্চ ০৯ ১১:৩৭:৫৭
কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরলেন বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কর্মকর্তা-কর্মচারীরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছেন। বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শনিবার (৮ মার্চ) রাতে কর্মকর্তা-কর্মচারীদের কাজে ফেরার অনুরোধ জানিয়ে এই সিদ্ধান্তের ঘোষণা দেয়।

আজ রবিবার (৯ মার্চ) সকাল থেকে বিএসইসি কার্যালয়ে কর্মবিরতি প্রত্যাহারের পর কর্মকর্তা-কর্মচারীরা স্বাভাবিকভাবে কাজ শুরু করেছেন। তবে, যাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তারা অফিসে উপস্থিত হননি।

বিএসইসি কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। গত ৫ মার্চ, বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে দাবি আদায়ের চেষ্টা করেন, যা পরবর্তী সময়ে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা নিষ্পত্তি হয়।

এ ঘটনার পর, বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পক্ষ থেকে ১৬ কর্মকর্তার বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করা হয়।

মামলার আসামিরা হলেন—বিএসইসির সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমান (৫৮), নির্বাহী পরিচালক মাহবুবুল আলম (৫৭) ও রেজাউল করিম (৫৪), পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লা (৫১), অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম (৫০), যুগ্ম পরিচালক রাশেদুল ইসলাম (৪৮), উপ-পরিচালক বনী ইয়ামিন (৪৫), আল ইসলাম (৩৮), শহিদুল ইসলাম (৪২), ও তৌহিদুল ইসলাম (৩২), সহকারী পরিচালক জনি হোসেন (৩১), রায়হান কবীর (৩০), সাজ্জাদ হোসেন (৩০) ও আব্দুল বাতেন (৩২), লাইব্রেরিয়ান মো. সেলিম রেজা বাপ্পী (৩১) এবং ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফ (২৯)।

এনামুল/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে