ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
Sharenews24

নিউজিল্যান্ডকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

২০২৫ মার্চ ০৯ ২২:৩২:২৫
নিউজিল্যান্ডকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ক্রীড়া প্রতিবেদক: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জয় করেছে ভারত। ভারতের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেছেন অধিনায়ক রোহিত শর্মা।

রোববার (০৯ মার্চ) বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হওয়া এই ম্যাচে, টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় নিউজিল্যান্ড। দুই ওপেনার রাচিন রবীন্দ্র ও উইল ইয়ং এর ব্যাটে শক্তিশালী শুরু হলেও ভারতীয় স্পিনারদের ঘূর্ণিতে শেষ পর্যন্ত সেই রানে ধরে রাখতে পারেনি কিউইরা।

শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ডেরি মিচেল ও মিচেল ব্রাকওয়েলের অর্ধশতকে ভর করে তারা ২৫১ রান সংগ্রহ করতে সক্ষম হয়।

ভারতীয় দলের জবাবে, ২৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারত শুরুতে ভালো খেলেছে। অধিনায়ক রোহিত শর্মার বিধ্বংসী ব্যাটিংয়ে কিউই পেসাররা ছিলেন অসহায়।

রোহিত এবং ওপেনার শুভমন গিলের ১০৫ রানের জুটি ভাঙেন মিচেল স্লান্টনার। এর পর বিরাট কোহলি মাত্র ১ রান করেই আউট হন।

রোহিত শর্মাও রাচিন রবীন্দ্রের বলে আউট হয়ে ফেরেন ৭৬ রানে। এরপর চাপের মুখে শ্রেয়াস আয়ার অক্সার প্যাটেলকে সাথে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান।

৪৮ রান করে আউট হওয়ার পর হার্দিক পান্ডিয়ার ১৮ বলে ১৮ এবং লোকেশ রাহুলের ৩৪ বলে ৩৩ রান ভারতকে জয় এনে দেয়।

নিউজিল্যান্ডের পক্ষে ২টি করে উইকেট নেন মিচেল স্লান্টনার এবং মিচেল ব্রাকওয়েল, আর ১টি করে উইকেট নিয়েছেন রাচিন রবীন্দ্র এবং কেইল জেমিসন।

আইনুন/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে