ঢাকা, রবিবার, ৯ মার্চ ২০২৫
Sharenews24

পিটার হাসকে হুমকি দেওয়া সাহেদা বেগম কারাগারে

২০২৫ মার্চ ০৯ ১৬:২২:০৫
পিটার হাসকে হুমকি দেওয়া সাহেদা বেগম কারাগারে

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর স্ত্রী সাহেদা বেগমকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। ২০২৩ সালের ৬ নভেম্বর চাম্বল ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত একটি সভায় মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসকে মারধরের হুমকি দেন মুজিবুল হক, যা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এর পর থেকেই মুজিবুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ওঠে।

২০২৩ সালের ৩১ ডিসেম্বর, মুজিবুল হক চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক পৃথক দুটি মামলা করে। দুদকের মামলার এজাহারে বলা হয়েছে, মুজিবুল হক এবং সাহেদা বেগম ৫৬ লাখ ৭১ হাজার টাকা ও ৮৬ লাখ ৬২ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন, যা তাদের আয়ের সাথে অমিল।

রোববার (৯ মার্চ) সাহেদা বেগম আদালতে আত্মসমর্পণ করেন, এবং আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুদকের আইনজীবী মাহমুদুল হাসান জানান, মামলায় সঠিকভাবে বিচার প্রক্রিয়া চলবে এবং কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়েছে।

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে