ঢাকা, রবিবার, ৯ মার্চ ২০২৫
Sharenews24

হাসিনা সরকারের আমলে দুর্নীতিগ্রস্ত বিচারকদের খুঁজতে কমিটি গঠন

২০২৫ মার্চ ০৯ ২২:২৪:৫২
হাসিনা সরকারের আমলে দুর্নীতিগ্রস্ত বিচারকদের খুঁজতে কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের আমলে ঘুষ, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অভিযোগ নিয়ে এবার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এসব অভিযোগের তদন্তে আইন মন্ত্রণালয় চার সদস্যের একটি কমিটি গঠন করেছে।

কমিটির প্রধান হিসেবে রয়েছেন একজন যুগ্ম সচিব। তাঁর নেতৃত্বে একজন উপসচিব ও দু’জন সিনিয়র সহকারী সচিব কাজ করছেন।

এই কমিটি বিগত সরকারের আমলে বিচারকদের মধ্যে যারা ঘুষ, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের সঙ্গে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে তদন্ত করছে। পাশাপাশি বিচার বিভাগীয় কর্মকর্তাদের সম্পদের হিসাবও যাচাই-বাছাই করা হচ্ছে।

এদিকে, আইন মন্ত্রণালয় সাবেক যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, ঢাকার সাবেক মুখ্য মহানগর হাকিম রেজাউল করিম এবং সাবেক অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আসাদুজ্জামান নূরকে শোকজ করেছে। তাদেরকে অভিযোগের বিষয়ে ১৫ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে