ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
Sharenews24

নতুন অধিনায়কের বিষয়ে যা বললেন বিসিবি সভাপতি

২০২৫ মার্চ ০৮ ১৭:০৩:৫৯
নতুন অধিনায়কের বিষয়ে যা বললেন বিসিবি সভাপতি

নিজস্ব প্রতিবেদক : অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্ত আর থাকছেন না, এটা নিশ্চিত। চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে যাওয়ার আগেই জানিয়েছিলেন, টি-টোয়েন্টিতে আর অধিনায়কত্ব করবেন না তিনি। তাই নতুন অধিনায়ক খুঁজতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।

বিসিবি নতুন অধিনায়ক খুঁজে পেয়েছে কি না, তা জানতে চাওয়া হয়েছিল সভাপতি ফারুক আহমেদের কাছে।

শিগগিরই জানানো হবে বলে নিশ্চিত করেছেন তিনি। মিরপুরে গণমাধ্যমকে বিসিবি সভাপতি বলেছেন, ‘আমরা সিদ্ধান্ত নেব। শিগগিরই জানা যাবে (নতুন অধিনায়ক)। ইতোমধ্যে দু-একজন টি-টোয়েন্টির অধিনায়কত্ব করেছেন, যারা এখনো দলের বাইরে নয়। এ রকম কাউকে আমরা চেষ্টা করব।’২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই পরিকল্পনা সাজাবেন বলে জানিয়েছেন ফারুক। তিনি বলেছেন, ‘আমাদের চেষ্টা থাকবে। আগামী বিশ্বকাপে (ভালো করার পরিকল্পনা) বিশ্বাস করি না।

যখন ২০০৭ সালে বিশ্বকাপে নির্বাচক ছিলাম, তামিম-সাকিব-মুশফিকরা লাইমলাইটে এসেছিল। বোর্ড থেকে একটা পরিকল্পনা দেওয়া হবে। আমরা বলে দেব কী চাই। ক্রিকেট অপারেশন্সের সঙ্গে আলাপ করে চিন্তা করব আমাদের ক্রিকেটটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায়।’এএফটিপির বাইরে বাংলাদেশ-পাকিস্তানের একটা দ্বিপক্ষীয় সিরিজ হওয়ার কথা রয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) খেলতে আগ্রহী আছে জানিয়ে ফারুক বলেছেন, ‘পাকিস্তান ইতিমধ্যে আমাদের জানিয়েছে, এফটিপির বাইরে তারা একটি সফর করবে এবং বাংলাদেশে খেলতে আসবে। এটি বেশ ব্যস্ত সূচির মধ্যেই আয়োজন করা হতে পারে, সম্ভবত জুলাই মাসে। আমরা বিষয়টি নিশ্চিত করেছি, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হলে সংবাদমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

কেএইচ/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে