ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

নাবিল গ্রুপের ৭৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ, ৯৮ কোটি টাকা উদ্ধার

২০২৫ মার্চ ০৯ ১৬:১৩:৫১
নাবিল গ্রুপের ৭৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ, ৯৮ কোটি টাকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা ৭৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাব থেকে প্রায় ৯৮ কোটি ৯৪ লাখ টাকা উদ্ধার হয়েছে। পাশাপাশি, তাদের নামে থাকা বিপুল পরিমাণ জমি জব্দ করা হয়েছে।

রোববার (৯ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক জাকির হোসেন গালিব দুদকের (দুর্নীতি দমন কমিশন) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের উপপরিচালক (জনসংযোগ) কর্মকর্তা আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, দুদকের উপপরিচালক মাসুদুর রহমান জানান, নাবিল গ্রুপের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, তার পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা, ঘুষ গ্রহণ, দুর্নীতি, ব্যাংক থেকে ঋণ আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে।

তিনি আরো বলেন, অনুসন্ধানকালে এসব প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে এবং এতে অর্থ বিদেশে পাচারের সম্ভাবনা রয়েছে। তাই, মানিলন্ডারিং অপরাধের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এসব হিসাবের কোনো টাকা উত্তোলন, স্থানান্তর বা রূপান্তর করা যাবে না। এজন্য আদালত এসব হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন।

এর পাশাপাশি, একাধিক আবেদনে নাবিল গ্রুপের চেয়ারম্যান এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা বিপুল পরিমাণ জমি জব্দ করারও আদেশ দিয়েছেন আদালত।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে