ঢাকা, রবিবার, ৯ মার্চ ২০২৫
Sharenews24

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে নিউজিল্যান্ড

২০২৫ মার্চ ০৫ ২৩:০৯:২০
দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে নিউজিল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক: চ্যাম্পিয়ন্স ট্রফির উত্তেজনাপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডের রেকর্ড রানের জবাবে দুর্দান্ত এক লড়াই দেখিয়েছিল দক্ষিণ আফ্রিকা। টেম্বা বাভুমা এবং রাসি ফন ডার ডুসেনের মিলে গড়া একশো ছাড়ানো জুটির কল্যাণে তারা ম্যাচে ফিরেছিল। তবে মিচেল স্যান্টনার এই জুটি ভেঙে দিলে প্রোটিয়ারা আর দাঁড়াতে পারেনি। এরপর গ্লেন ফিলিপসও আঘাত করেছিলেন। ফলে দক্ষিণ আফ্রিকার হার নিশ্চিত হয়ে যায়।

৯ উইকেটে ৩১২ রানে থেমে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। আর ৫০ রানে জয়লাভ করে নিউজিল্যান্ড। এর মাধ্যমে তারা ভারতকে পরাজিত করে ফাইনালে উঠেছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে নিউজিল্যান্ডের ৩৬২ রানের রেকর্ড ছিল।

তবে পরিসংখ্যান প্রমাণ করেছে দক্ষিণ আফ্রিকার সামর্থ্যও কম নয়। ২০০৬ সালে ৪৩৮ এবং ২০১৬ সালে ৩৭২ রান করে তারা ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ডে শীর্ষস্থান অধিকার করেছিল, এবং দুবারই প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া।

এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার ইনিংসের সূচনা সঙ্গতিপূর্ণ হলেও, মিচেল স্যান্টনার এবং গ্লেন ফিলিপসের স্পিনের সামনে তাদের সংগ্রাম ব্যর্থ হয়। রায়ান রিকেলটনের শিকার হয়ে প্রথম উইকেট পড়ে যাওয়ার পর বাভুমা ও ডুসেন মিলে ১০৫ রান যোগ করেন।

তবে স্যান্টনার তাদের জুটি ভেঙে দেন বাভুমাকে ৫৬ রানে ফিরিয়ে দিয়ে। এরপর ডুসেনও ৬৯ রানে ফিরে যান।

দক্ষিণ আফ্রিকার শিকারের তালিকা আরও দীর্ঘ হতে থাকে, বিশেষ করে কিউই স্পিনারদের দাপটে। কিন্তু ডেভিড মিলার নিজের বীরত্ব দেখান ৪৬ বলে ৩ চার ও ২ ছয়ে ৫০ রান করেন। শেষ পর্যন্ত মিলার সেঞ্চুরির জন্য মরিয়া হয়ে ওঠেন। শেষ ওভারে ১৮ রান করতে হতো তাকে, যেখানে তিনি দুটি চার ও একটি ছয় হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন। ৬৭ বলে সেঞ্চুরি উদযাপন করেন মিলার, তবে শেষ পর্যন্ত তার লড়াই ব্যর্থ হয়।

মাশরুর/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে