ঢাকা, রবিবার, ৯ মার্চ ২০২৫
Sharenews24

জয়-ববির সঙ্গে এনসিপির হুমায়রা নূরের ছবি নিয়ে বিস্ফোরক দাবি

২০২৫ মার্চ ০৯ ১৫:৪৬:৩৬
জয়-ববির সঙ্গে এনসিপির হুমায়রা নূরের ছবি নিয়ে বিস্ফোরক দাবি

নিজস্ব প্রতিবেদক : গত ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্যসচিব পদে মনোনীত হন অ্যাডভোকেট হুমায়রা নূর। সম্প্রতি তার একটি ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে যেখানে তিনি শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং শেখ রেহানা পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববির সঙ্গে বসে আছেন।

এই ছবিটির ক্যাপশনে লেখা ছিল, "শেখ হাসিনার পুত্র জয় এবং শেখ রেহানার পুত্র ববির মাঝখানে বসে আছেন সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক হুমায়রা নূর। জাতীয় নাগরিক পার্টি আওয়ামী দোসরদের পুনর্বাসনের প্ল্যাটফর্ম।"

তবে, একটি রিউমর স্ক্যানার টিম অনুসন্ধান করে জানতে পারে, এই ছবিটি হুমায়রা নূরের নয়। অ্যাডভোকেট হুমায়রা নূর জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক নন, তিনি যুগ্ম সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন।

অনুসন্ধানে আরো জানা গেছে যে, ওই ছবির নারীর পরিচয় নীল হুরেজাহান নামে এক উপস্থাপিকা, যিনি ইলেকট্রনিক গণমাধ্যমে কাজ করেন। নীল হুরেজাহান সেই ছবিটি ২০২৩ সালের ১৮ নভেম্বর "জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২৩" অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয়ের সাথে তোলেন, যেখানে তিনি আনুষ্ঠানিকভাবে উপস্থিত ছিলেন।

এছাড়া, ফেসবুকে পোস্ট করা একটি তথ্যের মাধ্যমে নীল হুরেজাহান নিজেই নিশ্চিত করেন যে, ছবিটি তার এবং হুমায়রা নূরের ছবি নয়।

এই ঘটনাটি ইন্টারনেটে ভুল তথ্য ছড়ানোর বিষয়টি তুলে ধরছে, যেখানে ভুয়া দাবি করা হচ্ছে এবং হুমায়রা নূরের নাম জড়িয়ে তাকে ভুলভাবে পরিচিত করা হচ্ছে।

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে