ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
Sharenews24

সারজিসকে দেখে হঠাৎ ‘দুলাভাই দুলাভাই’ স্লোগান

২০২৫ জুলাই ১৫ ১০:২৪:৫৩
সারজিসকে দেখে হঠাৎ ‘দুলাভাই দুলাভাই’ স্লোগান

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আয়োজিত পথসভায় মঞ্চে উঠতেই ‘দুলাভাই দুলাভাই’ স্লোগানে মুখর হয়ে ওঠে বরগুনার ছাত্র-জনতা। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফিকে একই মঞ্চে দেখে এই ব্যতিক্রমী স্লোগান দেন উপস্থিতরা।

সোমবার (১৪ জুলাই) বিকেলে বরগুনা প্রেসক্লাব সংলগ্ন সদর রোডে আয়োজিত পথসভায় এ ঘটনা ঘটে। সভায় উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলের কেন্দ্রীয় নেতারা।

জুলাই আন্দোলনের পর সারজিস আলম বিয়ে করেন বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের বাসিন্দা, সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল লুৎফর রহমানের কন্যা রাইতাকে। অপরদিকে খান তালাত মাহমুদ রাফি বিয়ে করেন সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের বাসিন্দা ও স্কুলশিক্ষক মো. জাকির হোসেনের কন্যা জান্নাতুল ফেরদৌসী মিতুকে। দুই জামাই একসঙ্গে মঞ্চে উপস্থিত থাকায় উপস্থিত ছাত্র-জনতা ব্যতিক্রমী ‘দুলাভাই দুলাভাই’ স্লোগানে অনুষ্ঠানস্থল মুখর করে তোলেন।

বক্তব্যের শুরুতে সারজিস বলেন,“একজন রাজনৈতিক দলের সদস্য হিসেবে আমার এখন কিছু বলার মতো অবস্থা নেই। কারণ, আমি এখনো আমার আত্মীয়ের বাড়িতে না গিয়ে আপনাদের সামনে এসেছি। এই মঞ্চে উপস্থিত হতে পারা আমার সৌভাগ্যের বিষয়।”

তিনি বরগুনায় চলাচলের রাস্তার বেহাল অবস্থা নিয়ে বলেন,“বরিশাল হয়ে বরগুনায় আসার রাস্তায় মনে হয়েছে একশোরও বেশি মরণফাঁদ রয়েছে। বরগুনার মানুষের জন্য যতটা সোজা রাস্তা থাকা উচিত ছিল, তার চেয়ে বেশি বাঁক ও বিপদ রয়েছে।”

তিনি আরও বলেন, আগামীতে যারা বরগুনার রাজনীতিতে আসবে, তাদেরকে জনগণের সামনে অঙ্গীকার করতে হবে যে, বরিশাল-বাকেরগঞ্জ-বোড়াশিয়া বাইপাস হয়ে বরগুনা পর্যন্ত রাস্তা সংস্কার করে এই ‘মরণফাঁদ’ থেকে মানুষকে মুক্তি দেবে।

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন,“হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, অথচ তিনি দাবি করতেন দক্ষিণবঙ্গ উন্নয়নের জোয়ারে ভাসছে। বাস্তবতা হলো বরগুনার রাস্তাঘাট পানিতে ডুবে আছে, গর্তে ভরা। বরগুনার হাসপাতালগুলো এখন লুটপাটের কেন্দ্র।”

সারজিস দাবি করেন, বরগুনায় এই বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে এবং চিকিৎসা খাতে অনিয়ম ব্যাপকভাবে দৃশ্যমান। তিনি বলেন,“হাসপাতালে ডাক্তার থাকে না, কর্মচারীরা নবাব বনে গেছে।”

বরগুনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ করে তিনি বলেন,“আমার সহযোদ্ধারা জানিয়েছেন, অভ্যুত্থান আন্দোলনের সময় ওসি নিজেই সামনে থেকে লাঠিচার্জ করেছেন। আমি স্পষ্ট করে বলতে চাই—আপনারা বরগুনার জনগণের পুলিশ হন, কোনো দলের না। যদি পক্ষপাতদুষ্ট হন, তাহলে আগামীর বাংলাদেশে আপনাদের আর জায়গা থাকবে না।”

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে