ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

ঋণের সুদহার নিয়ে ব্যবসায়ীদের গভর্নরের বড় আশ্বাস

২০২৫ জানুয়ারি ২৪ ১৮:১৯:০১
ঋণের সুদহার নিয়ে ব্যবসায়ীদের গভর্নরের বড় আশ্বাস

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ঋণের সুদহার বৃদ্ধি নিয়ে ব্যবসায়ীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তিনি জানান, সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত মূল্যস্ফীতি এবং অন্যান্য অর্থনৈতিক সূচকগুলোকে বিবেচনায় রেখে নেয়া হয় এবং আগামী মাসে এসব সূচকের ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হতে পারে।

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় একটি ব্যক্তিগত সফরের সময় গভর্নর এসব কথা বলেন। তিনি জানান, সুদের হার বেড়ে যাওয়ার ফলে ব্যবসায়ীদের জন্য কিছু চ্যালেঞ্জ তৈরি হতে পারে, তবে সারা বিশ্বের অভিজ্ঞতায় ১২-১৮ মাস সময় লাগে এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে।

গভর্নর আরও বলেন, 'ধাপে ধাপে সব কিছু নিয়ন্ত্রণ করতে হবে এবং বাজারের চাহিদা ও মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই পদক্ষেপ নেয়া হচ্ছে।' তিনি উল্লেখ করেন, ডলারের বিপরীতে টাকার মান বর্তমানে স্থিতিশীল এবং চালের দাম বেড়েও বাংলাদেশে যথেষ্ট পরিমাণ চাল মজুদ রয়েছে।

এছাড়া, ব্যাংক লুটপাটকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে মামলা চলমান রয়েছে এবং দুর্বল ব্যাংকগুলোকে পুনরুদ্ধারের জন্য পদক্ষেপ নেওয়া হবে বলে জানান আহসান এইচ মনসুর।

কেএইচ/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে