ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

তিন মাস আগে তোলা বেক্সিমকোর ৪ হাজার কোটি টাকা গেলো কোথায়?

২০২৫ জানুয়ারি ২৪ ২২:৪৬:২৮
তিন মাস আগে তোলা বেক্সিমকোর ৪ হাজার কোটি টাকা গেলো কোথায়?

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, "মাত্র তিন মাস আগে বেক্সিমকোর তোলা সেই চার হাজার কোটি টাকা কোথায় গেল?"

বাণিজ্য উপদেষ্টা বেক্সিমকোর একটি হাউজিং প্রকল্পের জন্য আইএফআইসি ব্যাংকের মাধ্যমে ‘আমার বন্ড’ থেকে তোলা টাকার ব্যাপারে মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত ‘বেক্সিমকো শিল্প পার্কের প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র বৈঠকে তিনি এসব বিষয়ে আলোচনা করেন এবং বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এ প্রশ্ন তোলেন।

এদিকে, পূর্বে বেক্সিমকোর কর্মীরা ব্যাংক ঋণ হিসেবে ৭০০ কোটি টাকার আরেকটি দাবি জানিয়েছিলেন। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ বশিরউদ্দীন বলেন, "একটি প্রতিষ্ঠানের যদি ৭ হাজার ৫০০ কোটি টাকার চলতি সম্পদ থাকে, তাহলে ৬০ কোটি টাকা বেতনের ব্যবস্থা তো সহজ ব্যাপার। এত সম্পদ থাকলে এলসি খোলার প্রয়োজনও নেই, ব্যাংকের সুবিধারও দরকার পড়ে না।"

তিনি আরও বলেন, সরকার বেক্সিমকোর প্রতিষ্ঠান চালুর জন্য যথেষ্ট উদারতা ও সংবেদনশীলতার সঙ্গে প্রচেষ্টা চালিয়েছে। কিন্তু তাদের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি। সরকার বাধ্য হয়ে প্রশাসক নিয়োগ করেছে। কিন্তু প্রশাসককে কোনো ধরনের তথ্য শেয়ার করতে নিষেধ করা হয়েছিল।

বেক্সিমকোর প্রায় ৭ হাজার ৫০০ কোটি টাকার রিটেইনড আর্নিংয়ের বিষয়ে ফরেনসিক নিরীক্ষা করা হবে কি না, জানতে চাইলে তিনি জানান, কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। যেন ঘর চুরি হয়েছে, কিন্তু এখন ঘরই নেই।

শেখ বশিরউদ্দীন বলেন, "প্রথমে আমরা জানতাম তাদের ২৩ হাজার কোটি টাকার দায় রয়েছে, কিন্তু পরে জানতে পারি, তা প্রায় ৫০ হাজার কোটি টাকার। সরকার এখানে যে দায়িত্ব পালন করেছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি একটি জাতীয় সম্পদ এবং এখানে বহু শ্রমিক নিয়োজিত। সরকার প্রতি মাসে ৬০ কোটি টাকা করে শ্রমিকদের বেতন দিচ্ছে, যা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন।"

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে