ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫
Sharenews24

হিজাব বিতর্কে চ্যানেল আইয়ের উপস্থাপিকার বিস্ফোরক মন্তব্য

২০২৫ জানুয়ারি ২০ ১১:৩৫:০৫
হিজাব বিতর্কে চ্যানেল আইয়ের উপস্থাপিকার বিস্ফোরক মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : চ্যানেল আইয়ের উপস্থাপিকা নুসরাত জাহান জেরি হিজাব ও নিকাব পরিহিত নারীদের নিয়ে চলমান বিতর্কের বিষয়ে এবার মুখ খুলেছেন। সম্প্রতি, জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সহ-সমন্বয়ক নাফিসা ইসলাম সাকাফি অভিযোগ করেন যে, চ্যানেল আই কর্তৃপক্ষ নিকাব পরে টকশোতে অংশ নেওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানালেও, পরে বাদ দিয়ে দেয়। এর প্রেক্ষিতে চ্যানেল আই কর্তৃপক্ষ এক কর্মীকে অব্যাহতি দিয়েছে।

এ ঘটনার পর, নুসরাত জাহান জেরি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেন, চ্যানেল আইয়ের কোনো শোতেই নিকাব বা হিজাব পরা অতিথিদের অংশগ্রহণে কোনো বাধা নেই এবং এই ধরনের পোশাক পরা মানুষের জন্য শোটি সবসময় উন্মুক্ত ছিল।

তিনি আরও জানান, চ্যানেল আই কর্তৃপক্ষ কখনোই 'নো হিজাব/নো নিকাব' নীতিমালা প্রবর্তন করেনি। এর মধ্যে এক ধরনের মিসকমিউনিকেশন ঘটেছে, যার ফলে এই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

এদিকে, চ্যানেল আই কর্তৃপক্ষও নিজেদের অবস্থান পরিষ্কার করে জানিয়েছে যে, তারা নারীর সম্মান ও ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উঠা বিতর্কের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

এ ঘটনার পর নানা ধরনের আলোচনা শুরু হয়েছে, বিশেষ করে আন্তর্জাতিক মিডিয়ায় মুসলিম নারীরা হিজাব ও নিকাব পরে টকশোতে অংশ নিলেও বাংলাদেশে তা নিয়ে কেন বিতর্ক উঠেছে—এই প্রশ্ন সামনে এসেছে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে