ঢাকা, বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬
Sharenews24

খালেদা জিয়া যে কারণে শেখ হাসিনার মুক্তি চেয়েছিলেন

২০২৬ জানুয়ারি ০১ ১১:৪০:১৩
খালেদা জিয়া যে কারণে শেখ হাসিনার মুক্তি চেয়েছিলেন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ সময় ধরে প্রবল প্রতিপক্ষ হিসেবে পরিচিত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ২০০৭ সালের সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় এক অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতির মুখোমুখি হন। ১৬ জুলাই ২০০৭ সালে চাঁদাবাজির অভিযোগে শেখ হাসিনাকে গ্রেফতার করা হলে, খালেদা জিয়া তাঁর মুক্তির জন্য তৎকালীন প্রেস সচিব মারুফ কামাল খানের মাধ্যমে বিবৃতি প্রকাশ করেন। ওই বিবৃতিতে খালেদা জিয়া শেখ হাসিনাকে আদালতে আনার সময়ের অসম্মানজনক পরিস্থিতির জন্য গভীরভাবে মর্মাহত হওয়ার কথা জানান এবং সরকারের প্রতি যথাযথ মর্যাদা রক্ষার আহ্বান জানান।

খালেদা জিয়া তখন বলেন, একজন জাতীয় নেতার কন্যা এবং সাবেক প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে যে অশোভন আচরণের শিকার হতে হলো, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও জোর দিয়ে বলেন, অভিযুক্তকে যত্নসহকারে ন্যায্য বিচার নিশ্চিত করা সরকারের কর্তব্য এবং শেখ হাসিনার ক্ষেত্রে এই ন্যায্য বিচার ও মানবাধিকার রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও তিনি প্রধানমন্ত্রীকে গ্রেফতার না করে বা জেলে না পাঠিয়ে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান, যা রাজনৈতিক উত্তেজনা ও অবিশ্বাস কমাতে সাহায্য করবে।

পরবর্তীতে, ২০০৮ সালের ১১ জুন শেখ হাসিনা এবং ১১ সেপ্টেম্বর খালেদা জিয়া মুক্তি পান। ওই বছরের সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে, অন্যদিকে খালেদা জিয়া বিরোধী দলের আসনে বসেন। খালেদা জিয়ার এই বিবৃতি প্রকাশ করে তিনি প্রমাণ করেছেন যে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ন্যায়বিচার ও মানবিক দৃষ্টিভঙ্গি সর্বদা গুরুত্বপূর্ণ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে