ঢাকা, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬
Sharenews24

নির্বাচন পরিচালনায় বিএনপির কমিটি, নেতৃত্বে যারা

২০২৬ জানুয়ারি ০১ ২৩:০৫:৩২
নির্বাচন পরিচালনায় বিএনপির কমিটি, নেতৃত্বে যারা

নিজস্ব প্রতিবেদক: আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উচ্চপর্যায়ের 'নির্বাচন পরিচালনা কমিটি' ঘোষণা করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির বর্ষীয়ান সদস্য নজরুল ইসলাম খানকে এই কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দলের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়।

নির্বাচন পরিচালনার এই বিশেষ কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে। কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সেলিমা রহমান এবং দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এছাড়া কমিটির কার্যক্রম গতিশীল করতে প্রধান সমন্বয়ক সদস্যদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে মো. ইসমাইল জবিউল্লাহকে।

সদস্যরা হলেন এ্যাড. মোয়াজ্জেম হোসেন আলাল, বিজন কান্তি সরকার , হাবিব উন নবী খান সোহেল , ড. জিয়াউদ্দিন হায়দার , ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেল , ড. মাহদী আমিন , সালেহ শিবলী, এ কে এম ওয়াহিদুজ্জামান, ড. সাইমুম পারভেজ, রেহান আসাদ , জুবায়ের বাবু , মেজর জে. (অবঃ) ফজলে এলাহী আকবর , আব্দুল কাইয়ুম, ব্যারিস্টার গিয়াসউদ্দিন রিমন , হুমায়ুন কবির , এ বি এম আব্দুস সাত্তার , ড. মোহাম্মদ জাকারিয়া , মোস্তাকুর রহমান , এডভোকেট বেলায়েত হোসেন মৃধা , মেহেদুল ইসলাম , ডাঃ ফরহাদ হালিম ডোনার, প্রফেসর ড. মোর্শেদ হাসান খান , এ্যাড. কামরুল ইসলাম সজল, প্রফেসর ডাঃ হারুন অর রশিদ, প্রকৌশলী শোয়েব বাশারী হাবলু, ড. কামরুজ্জামান কায়সার, ইশতিয়াক আজিজ উলফাত , আব্দুল মোনায়েম মুন্না, মিসেস আফরোজা আব্বাস, মনির খান, আনম খলিলুর রহমান ইব্রাহিম, ইয়াসিন আলী, আবুল কালাম আজাদ , মাওঃ কাজী মোঃ সেলিম রেজা, রাকিবুল ইসলাম রাকিব , আনোয়ার হোসেন ।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে