ঢাকা, বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬
Sharenews24

জানা গেল বিশেষ সহকারী ডা. সায়েদুরের পদত্যাগ ও ফেরার কারণ

২০২৬ জানুয়ারি ০১ ১৬:৫০:২৫
জানা গেল বিশেষ সহকারী ডা. সায়েদুরের পদত্যাগ ও ফেরার কারণ

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. সায়েদুর রহমান। বৃহস্পতিবার (১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করবেন।

গত ৩০ ডিসেম্বর তার পদত্যাগপত্র গৃহীত হয়েছিল। কিন্তু মাত্র দু’দিনের মধ্যে পুনরায় নিয়োগ পাওয়ায় জনমনে কৌতূহল সৃষ্টি হয়েছে। এ বিষয়ে অধ্যাপক সায়েদুর রহমান জানিয়েছে, “এটি সরকারি চাকরির মেয়াদ শেষ হওয়ায় একটি আইনি প্রক্রিয়া ছিল। অবসর গ্রহণের অংশ হিসেবে আমাকে পদত্যাগ করতে হয়েছিল। এখন আবার একই পদে নিযুক্ত হয়ে আগের মতো দায়িত্ব পালন করব। দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চাই।”

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছিলেন, “আজ আমার চাকরিজীবনের শেষ দিন। সরকারি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছি। এটি মূলত সরকারি চাকরির মেয়াদ শেষ হওয়ায় টেকনিক্যাল পদক্ষেপ।”

গত বছরের নভেম্বরে স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহায়তার জন্য তিনজনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তাদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের খোদা বকশ চৌধুরী ও শিক্ষা মন্ত্রণালয়ের এম আমিনুল ইসলাম পদত্যাগ করায়, একমাত্র অধ্যাপক সায়েদুর রহমানই স্বপদে বহাল রয়েছেন।

বিশেষ সহকারী হিসেবে থাকাকালীন তিনি প্রতিমন্ত্রীর সমান বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন। স্বাস্থ্য খাতের সংস্কার ও বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় তার অভিজ্ঞতা পুনরায় কাজে লাগানোর জন্য এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে অন্তর্বর্তী সরকার।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে