ঢাকা, বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬
Sharenews24

ভোটের মাঠে তিন ‘আওয়ামী লীগ’ নেতা

২০২৬ জানুয়ারি ০১ ১৬:৫৭:২৯
ভোটের মাঠে তিন ‘আওয়ামী লীগ’ নেতা

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন টাঙ্গাইলের তিন সাবেক আওয়ামী লীগ নেতা। তারা এবার বিভিন্ন দলের প্রার্থী বা স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

প্রার্থী ও আসন:

অ্যাডভোকেট ইলিয়াস হোসেন মনি – টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী), জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত।

তারেক শামস খান হিমু – টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার), জাতীয় পার্টি (জেপি) মনোনীত।

ব্যারিস্টার মুহাম্মদ আশরাফুল ইসলাম – স্বতন্ত্র প্রার্থী, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার)।

তাদের মধ্যে দুজন পূর্বে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

তারেক শামস খান হিমু:হিমু ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি। ৫ আগস্টের পরে আত্মগোপনে থাকলেও পরে গ্রেপ্তার হন। কারাগার থেকে মুক্ত হয়ে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। হিমু অভিযোগ করেন, আওয়ামী লীগ তার প্রতি অবিচার করেছে এবং সহসভাপতি পদ থেকে অপসারণ করা হয়েছে।

মুহাম্মদ আশরাফুল ইসলাম:তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরি সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ৪,৯০১ জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করেছেন। আশরাফুল বলেন, নির্বাচনে নারীদের ভোটই তাকে বিজয়ী করবে।

অ্যাডভোকেট ইলিয়াস হোসেন মনি:তিনি ধনবাড়ীর নরিল্যা গ্রামের মরহুম তোফাজ্জল হোসেনের ছেলে। আগে তিনি আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদের নেতা ছিলেন। ১৩ নভেম্বর জাতীয় পার্টিতে যোগদান করেন এবং টাঙ্গাইল-১ আসনে জাপা মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে