ঢাকা, বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬
Sharenews24

উত্থানের বাজারে চাহিদার চাপে হল্টেড ডজনখানেক প্রতিষ্ঠান

২০২৬ জানুয়ারি ০১ ১৫:৫৫:৫৮
উত্থানের বাজারে চাহিদার চাপে হল্টেড ডজনখানেক প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : সূচকের উত্থানের মধ্য দিয়ে সপ্তাহের শেষ ও বছরের প্রথম কর্মদিবসে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি, ২০২৬) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯১১ পয়েন্টে।

বাজার পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয় মোট ৩৯১টি প্রতিষ্ঠান। এর মধ্যে ২৬৩টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর বৃদ্ধির তালিকায় থাকা এসব প্রতিষ্ঠানের মধ্য থেকে বিক্রেতা সঙ্কটের কারণে ১২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন একপর্যায়ে হল্টেড হয়ে যায়। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।

বিক্রেতা সঙ্কটে হল্টেড হওয়া প্রতিষ্ঠানগুলো হলো— ইন্টারন্যাশনাল লিজিং, প্রাইম ফাইন্যান্স, আরএসআরএম স্টিল, তাল্লু স্পিনিং, পিপলস লিজিং, প্রিমিয়ার লিজিং, ফ্যামিলি টেক্স, ইউনিয়ন ক্যাপিটাল, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, জিএসপি ফাইন্যান্স, বিআইএফসি এবং এপোলো ইস্পাত।

আজ দর বৃদ্ধির তালিকায় শীর্ষে ছিল ইন্টারন্যাশনাল লিজিং। এদিন কোম্পানিটির শেয়ার দর ৬ পয়সা বা ১০ দশমিক ৯১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬১ পয়সায়। লেনদেন চলাকালে শেয়ারটির দর ৫৯ পয়সা থেকে ৬১ পয়সার মধ্যে ওঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ১ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে প্রাইম ফাইন্যান্সের। আজ কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ টাকা ১০ পয়সায়। এদিন শেয়ারটির দর ১ টাকা থেকে ১ টাকা ১০ পয়সার মধ্যে ওঠানামা করে। দিনশেষে প্রাইম ফাইন্যান্সের ৪ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

তৃতীয় অবস্থানে ছিল আরএসআরএম স্টিল। এদিন কোম্পানিটির শেয়ার দর ৬০ পয়সা বা ৯ দশমিক ৮৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ টাকা ৭০ পয়সায়। লেনদেনের সময় শেয়ারটির দর ৬ টাকা ২০ পয়সা থেকে ৬ টাকা ৭০ পয়সার মধ্যে ওঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ১৯ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া অন্যান্য হল্টেড প্রতিষ্ঠানের মধ্যে তাল্লু স্পিনিংয়ের শেয়ার দর ৬০ পয়সা বা ৯ দশমিক ৫২ শতাংশ, পিপলস লিজিংয়ের ৫ পয়সা বা ৯ দশমিক ৪৩ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৫ পয়সা বা ৯ দশমিক ২৬ শতাংশ, ফ্যামিলি টেক্সের ১০ পয়সা বা ৮ দশমিক ৩৩ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ২০ পয়সা বা ৭ দশমিক ৬৯ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২০ পয়সা বা ৬ দশমিক ৯০ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ১০ পয়সা বা ৬ দশমিক ৬৭ শতাংশ, বিআইএফসির ১০ পয়সা বা ৬ দশমিক ২৫ শতাংশ এবং এপোলো ইস্পাতের ১০ পয়সা বা ৫ দশমিক ৮৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে