ঢাকা, বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬
Sharenews24

শেয়ারহোল্ডারদের কাছে ৫০০ শতাংশ ডিভিডেন্ড পাঠাল ম্যারিকো

২০২৬ জানুয়ারি ০১ ২২:৪২:৩৬
শেয়ারহোল্ডারদের কাছে ৫০০ শতাংশ ডিভিডেন্ড পাঠাল ম্যারিকো

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড তাদের প্রতিশ্রুত ডিভিডেন্ড প্রদানের প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করেছে। ২০২৫ অর্থবছরের প্রথম ছয় মাসের (এপ্রিল-সেপ্টেম্বর) ব্যবসায়িক পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ঘোষিত অন্তর্বর্তী ক্যাশ ডিভিডেন্ড ইতোমধ্যে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

কোম্পানিটির ব্যবসায়িক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, আলোচ্য সময়ের চমৎকার আর্থিক ফলাফলের ওপর ভিত্তি করে পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫০০ শতাংশ অন্তর্বর্তী ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। অর্থাৎ, প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা ৫০ টাকা করে ডিভিডেন্ড পেয়েছেন। বহুজাতিক এই কোম্পানিটি নিয়মিতভাবে আকর্ষণীয় ডিভিডেন্ড প্রদানের মাধ্যমে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

নিয়ম অনুযায়ী, রেকর্ড ডেটের সময় যেসব বিনিয়োগকারীর কাছে ম্যারিকোর শেয়ার ছিল, তাদের ব্যাংক অ্যাকাউন্টে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (বিইএফটিএন) মাধ্যমে এই অর্থ পাঠিয়ে দেওয়া হয়েছে। যারা বিইএফটিএন সুবিধা গ্রহণ করেননি, তাদের ক্ষেত্রে ডিভিডেন্ড ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। চলতি ২০২৫ সালে যখন বাজারের অনেক বড় কোম্পানি ডিভিডেন্ড দিতে হিমশিম খাচ্ছে, তখন ম্যারিকোর এই বিশাল ডিভিডেন্ড বিতরণ বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে