ঢাকা, বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬
Sharenews24

২০২৬ সালের প্রথম দিনেই জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর

২০২৬ জানুয়ারি ০১ ১২:১৯:২০
২০২৬ সালের প্রথম দিনেই জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর

নিজস্ব প্রতিবেদক : সরকার ২০২৬ সালের জানুয়ারির জন্য জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করেছে। নতুন দর অনুযায়ী সাধারণ গ্রাহকদের জন্য ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিন—প্রতিটি লিটারে দুই টাকা করে কমানো হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বুধবার (৩১ ডিসেম্বর) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। নতুন দর বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

সরকারি গেজেট অনুযায়ী, ডিজেলের দাম লিটারে ১০৪ টাকা থেকে কমে ১০২ টাকা, অকটেনের দাম ১২৪ টাকা থেকে ১২২ টাকা, পেট্রলের দাম ১২০ টাকা থেকে ১১৮ টাকা এবং কেরোসিনের দাম ১১৬ টাকা থেকে ১১৪ টাকা করা হয়েছে।

এই নতুন মূল্যবৃদ্ধি বা হ্রাসের ফলে সাধারণ মানুষ ও পরিবহণ খাতের জন্য অর্থনৈতিক স্বস্তি আসবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে দীর্ঘ দূরত্বে যানবাহন চলাচল ও ব্যবসা-বাণিজ্যের ব্যয় কিছুটা কমানোর ক্ষেত্রে এটি সহায়ক হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে