ঢাকা, বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬
Sharenews24

জয়শঙ্করের সফর নিয়ে তৌহিদ হোসেনের ইঙ্গিত

২০২৬ জানুয়ারি ০১ ১৬:১২:৫০
জয়শঙ্করের সফর নিয়ে তৌহিদ হোসেনের ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক : ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক ঢাকা সফরকে কেবল সৌজন্যমূলক হিসেবেই দেখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, এই সফরকে ঘিরে অতিরিক্ত রাজনৈতিক বা কূটনৈতিক ব্যাখ্যা খোঁজার প্রয়োজন নেই।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। তিনি জানান, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিদের মতো ভারতের পররাষ্ট্রমন্ত্রীও একটি আনুষ্ঠানিক আয়োজনে অংশ নিতে বাংলাদেশে এসেছিলেন এবং তার সফর ছিল খুবই সংক্ষিপ্ত।

মো. তৌহিদ হোসেন বলেন, “দক্ষিণ এশিয়ার সব দেশের প্রতিনিধিরা এসেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীও এসেছেন। তিনি পুরো অনুষ্ঠানেই অংশগ্রহণ করেছেন এবং এরপর বিদায় নিয়েছেন। এটিকে একটি ভালো সৌজন্য বা ‘জেসচার’ হিসেবে দেখা উচিত। এর বাইরে বেশি অর্থ খোঁজার দরকার নেই।”

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কোনো একান্ত বৈঠক হয়েছে কি না— এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমাদের মধ্যে ‘ওয়ান টু ওয়ান’ কোনো বৈঠক হয়নি। তেমন কোনো সুযোগও ছিল না। তিনি অন্যান্য বিদেশি অতিথিদের মতোই সবার সঙ্গে সৌজন্যমূলকভাবে সাক্ষাৎ করেছেন। আমার সঙ্গে তার যতটুকু কথা হয়েছে, সেখানে কোনো রাজনৈতিক আলোচনা ছিল না— ছিল কেবল সৌজন্য।”

জয়শঙ্করের এই সফর বাংলাদেশ-ভারত সম্পর্কের বিদ্যমান টানাপড়েন প্রশমনে কোনো ভূমিকা রাখবে কি না— এমন প্রশ্নের জবাবে সরাসরি মন্তব্য না করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “এর উত্তর আপনারা আগামীতেই খুঁজে নিতে পারবেন।”

এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে বিদেশি প্রতিনিধিদের উপস্থিতি প্রসঙ্গে মো. তৌহিদ হোসেন বলেন, খালেদা জিয়া শুধু বাংলাদেশেই নয়, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছিলেন।

তিনি বলেন, “দলমত নির্বিশেষে দেশের মানুষের কাছে তার একটি গ্রহণযোগ্যতা ছিল। প্রতিবেশী দেশগুলোর কাছেও তার প্রতি সম্মান ছিল। তাই তার মৃত্যুতে বিদেশি প্রতিনিধিদের অংশগ্রহণ স্বাভাবিক ঘটনা।”

পররাষ্ট্র উপদেষ্টা আরও যোগ করেন, “খালেদা জিয়ার এই সর্বজনীন গ্রহণযোগ্যতা দক্ষিণ এশিয়ার দেশগুলো স্বীকার করে। তার অন্ত্যেষ্টিক্রিয়ায় আন্তর্জাতিক প্রতিনিধিদের উপস্থিতিকে আমরা সেই প্রেক্ষিতেই দেখছি।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে