ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
Sharenews24

বাংলাদেশে সরকার পতনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল না, ভারতও একমত

২০২৫ জানুয়ারি ১১ ১৪:০৫:০৯
বাংলাদেশে সরকার পতনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল না, ভারতও একমত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার বিক্ষোভ ও সরকার পতনের ঘটনাগুলোতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না বলে মন্তব্য করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। তিনি বলেন, বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে আমেরিকার কোনো সংশ্লিষ্টতা ছিল না, এমনকি ভারতের কর্মকর্তারাও এই বিষয়ে একই মত পোষণ করেন।

সুলিভান তাঁর সাম্প্রতিক দিল্লি সফর শেষে ভারতীয় সংবাদমাধ্যম 'হিন্দুস্তান টাইমস'কে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও আন্দোলনের পেছনে যুক্তরাষ্ট্রের কোনো কৃতিত্ব বা হাত ছিল না, এবং এই ধরনের অভিযোগকে তিনি 'অবাস্তব' বলে অভিহিত করেছেন। সুলিভান জানান, তার আলোচনায় অংশগ্রহণকারী ভারতীয় শীর্ষ কর্মকর্তারা তাঁর সঙ্গে একমত পোষণ করেন এবং কোনো বিদেশি শক্তির ইন্ধন ছাড়া বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তা তারা বিশ্বাস করেন না।

এই সাক্ষাৎকারে সুলিভান আরো বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে যে, তিনি 'ডিপ স্টেট' বা গোপন ক্ষমতার অংশ, সেই ধারণাকেও তিনি অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, তার কাজের ভিত্তি জনগণের স্বার্থ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার উদ্দেশ্যে।

এছাড়া, সুলিভান তার ভারত সফর এবং বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন নিয়ে মন্তব্য করেন। তিনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের নতুন রাজনৈতিক সংস্কারের প্রক্রিয়াকে সমর্থন জানান এবং আশ্বাস দেন যে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহায়তা অব্যাহত রাখবে।

বাংলাদেশের নির্বাচন ও রাজনৈতিক সংস্কারের প্রসঙ্গে তিনি জানান, তারা বাংলাদেশের জনগণের অধিকার রক্ষা ও মানবাধিকার নিয়ে গভীর মনোযোগ দিয়ে কাজ করছেন।

কেএইচ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে