ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
Sharenews24

রুপি নেমে গেল ৮৬-তে! শেয়ারবাজারে মহা ধ্বস, জানুন এর পেছনে আসল কারণ

২০২৫ জানুয়ারি ১১ ১২:০৬:৪৫
রুপি নেমে গেল ৮৬-তে! শেয়ারবাজারে মহা ধ্বস, জানুন এর পেছনে আসল কারণ

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় মুদ্রা রুপি এখন ইতিহাসের সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে। প্রতি ডলারের বিপরীতে রুপির মূল্য ৮৬ দশমিক ২০ রুপি ছাড়িয়েছে, যা রুপির দরপতনের নতুন এক দিক নির্দেশ করছে। গত বৃহস্পতিবার রুপি আরও দুর্বল হয়ে ৮৬ পর্যন্ত নামতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল, এবং শুক্রবার সেই পূর্বাভাস সত্যি প্রমাণিত হয়েছে।

বিশ্ব অর্থনীতিতে রুপির এই দুর্বলতা উদ্বেগের সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে ভারতীয় শেয়ারবাজারেও নেতিবাচক প্রভাব পড়ছে। গত ৩ দিনে সেনসেক্স সূচক ৮২০ পয়েন্ট কমে ৭৬ হাজারের কাছাকাছি চলে এসেছে, যা শেয়ারবাজারে এক ধরনের সংকটের সংকেত। বাজারের মূলধন কমে ১২ লাখ কোটি রুপি হয়েছে, এবং বিদেশি বিনিয়োগকারীরা ব্যাপকভাবে পুঁজি তুলে নিয়েছে, যার পরিমাণ প্রায় ১২ হাজার ৭৮৭ কোটি রুপি।

এছাড়া, ডলারের দাম বৃদ্ধির কারণে রুপি আরো দুর্বল হয়ে পড়েছে। বিশেষত, আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং যুক্তরাষ্ট্রের বন্ডের বিপরীতে উচ্চ মুনাফা রুপি-কে আরও চাপের মধ্যে ফেলেছে। এর ফলে ভারতের বাণিজ্যঘাটতি বেড়েছে এবং বিদেশি বিনিয়োগের পরিমাণ কমে গেছে, যা রুপি-র দরপতনের অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশেষজ্ঞদের পরামর্শ, আপাতত শেয়ার কেনার আগে সতর্ক থাকা উচিত, কারণ রুপি এবং শেয়ারবাজার উভয়ই অস্থির পরিস্থিতিতে রয়েছে।

কেএইচ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে