ঢাকা, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ঢাকা মহানগরসহ সারা দেশে চলছে বিশেষ অভিযান

২০২৫ জানুয়ারি ১১ ১৩:৫০:৫২
ঢাকা মহানগরসহ সারা দেশে চলছে বিশেষ অভিযান

নিজস্ব প্রতিবেদক: নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে দেশব্যাপী বিশেষ বাজার তদারকি অভিযান শুরু করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়। শনিবার (১১ জানুয়ারি) থেকে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫টি পৃথক টিম কার্যক্রম পরিচালনা করছে।

অধিদপ্তরের কর্মকর্তাদের নেতৃত্বে ঢাকা শহরসহ বিভিন্ন এলাকায় চাল, আলু, পেঁয়াজ, ডাল, চিনি ও ভোজ্য তেলসহ নিত্যপণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। টিমগুলির নেতৃত্বে আছেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস, সহকারী পরিচালক নাসরিন আক্তার, মো. আব্দুস সালাম, ইন্দ্রানী রায় এবং মো. শাহ আলম।

এই অভিযানটির লক্ষ্য বাজারে অতিরিক্ত মুনাফা ও অস্থিরতা রোধ করা এবং সাধারণ মানুষের জন্য ন্যায্য মূল্য নিশ্চিত করা।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে