ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

আকুর দায় শোধের পরও ২০ বিলিয়নে রিজার্ভ

২০২৫ জানুয়ারি ০৯ ২১:৩৫:৩৮
আকুর দায় শোধের পরও ২০ বিলিয়নে রিজার্ভ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) নভেম্বর-ডিসেম্বরের দায় বাবদ ১৬৭ কোটি ডলার পরিশোধ করলেও দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখনও ২০ বিলিয়ন ডলারে বরাবর রয়েছে।

এর আগে, সেপ্টেম্বর-অক্টোবর সময়ের জন্য আকুর ১৫০ কোটি ডলার পরিশোধের পর রিজার্ভ ১৮.৪৬ বিলিয়ন ডলারে নেমে গিয়েছিল। এছাড়া, সেপ্টেম্বর মাসে ১৩৭ কোটি ডলার পরিশোধের পর রিজার্ভ ১৮.৩৮ বিলিয়ন ডলারে পৌঁছায়। তবে গত বুধবার রিজার্ভ বেড়ে ২১.৬৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

আকু হলো একটি আন্তঃদেশীয় লেনদেন পরিশোধ ব্যবস্থাপনা, যেখানে প্রতি দুই মাস পর বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের মধ্যে দায় পরিশোধ করা হয়।

উল্লেখ্য, শ্রীলঙ্কা একবার আকুতে ছিলো, কিন্তু দেশের অর্থনৈতিক সঙ্কটের কারণে তারা বের হয়ে যায়।

বর্তমানে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে না। বরং বিশেষ ব্যবস্থা নিয়ে আগের দায় পরিশোধ করছে। রিজার্ভের স্থিতিশীল থাকার মূল কারণ হলো চলতি অর্থবছরে জুলাই-ডিসেম্বর সময়ে রেকর্ড ১ হাজার ৩৭৮ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে, যা ২৭.৫৬ শতাংশের বেশি। একই সময় রপ্তানি হয়েছে ২ হাজার ৪৫৩ কোটি ডলারের, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৩ শতাংশ বেশি।

রপ্তানি ও রেমিট্যান্স বৃদ্ধি পেলেও আমদানি বাড়েনি, যা মূলত অর্থপাচার রোধের কড়াকড়ির কারণে ঘটেছে। গত তিন অর্থবছরে বৈদেশিক মুদ্রা বাজারের স্থিতিশীলতার জন্য রিজার্ভ থেকে ৩১ বিলিয়ন ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক, ফলে ২০২১ সালের আগস্টে ৪৮ বিলিয়ন থেকে রিজার্ভ তলানিতে নেমে যায়।

বর্তমানে ৮৪ টাকা থেকে ডলার ১২৩ টাকায় পৌঁছে গেলেও বিদেশি দেনার বাকি ছিল। গত ৫ আগস্ট সরকার পতনের পর ৩৩০ কোটি ডলার পরিশোধ করা হয়েছে এবং শিগগিরই আইএমএফ, বিশ্বব্যাংকসহ অন্যান্য সংস্থার ঋণের অর্থ আসবে।

মিজান/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে