ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নতুন দুটি সেল গঠন

২০২৫ জানুয়ারি ০৭ ১৭:০৮:৩৮
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নতুন দুটি সেল গঠন

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে দুটি নতুন কমিটি ঘোষণা করেছে। কমিটিগুলোর মধ্যে রয়েছে ‘কর্মসূচি পরিকল্পনা ও বাস্তবায়ন সেল’ এবং ‘ইমার্জেন্সি ক্রাইসিস ম্যানেজমেন্ট সেল’।

আজ (মঙ্গলবার) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের তথ্য জানানো হয়।

কমিটি গঠনের উদ্দেশ্য হিসেবে বলা হয়, আন্দোলনের কর্মসূচি পরিকল্পনা এবং বাস্তবায়ন এবং জরুরি পরিস্থিতিতে কার্যকরী ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে এই দুটি সেল প্রতিষ্ঠা করা হয়েছে।

কর্মসূচি পরিকল্পনা ও বাস্তবায়ন সেল:

সম্পাদক: মুঈনুল ইসলাম

সদস্যরা: মোফাজ্জল হোসাইন সাদাত, রাকিব হাসান রাজ, মাসুদুর রহমান আদনান, ফারিয়া বিনতে রহমান, সুলতানা খাতুনে জান্নাত, আতিক শাহরিয়ার, নাজমুল হাসান, মো. আবু হাসনাত, মায়িদা ইকবাল শর্মী, আলাউদ্দীন মিনহাজ, ইসরাত জাহান নিহা, মো. ইসমাইল, আব্দুল্লাহ আল মাহাথির, মো. জুবায়ের হোসেন ও জাওয়াদ আহমেদ।

ইমার্জেন্সি ক্রাইসিস ম্যানেজমেন্ট সেল:

সম্পাদক: হামযা মাহবুব

সদস্যরা: মোহাম্মদ আরমানুল ইসলাম, মাহবুব-ই-খোদা, শেখ তারেক জামিল তাজ, মুহাম্মদ উসামা, সাঈদ আফ্রিদি, মো. হেলাল উদ্দিন নাঈম ও মো. ইমাম হোসাইন ইমন।এ দুটি কমিটি গঠন করার মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের সংগঠনকে আরও শক্তিশালী করার এবং ভবিষ্যতে যে কোনো সংকট পরিস্থিতিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিয়েছে।

কেএইচ/

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে