ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

২০ জানুয়ারি থেকে শুরু, ভোটারের তথ্য সংগ্রহ করবে ইসি

২০২৫ জানুয়ারি ০৬ ১০:২৭:৫০
২০ জানুয়ারি থেকে শুরু, ভোটারের তথ্য সংগ্রহ করবে ইসি

নিজস্ব প্রতিবেদক : আগামী ২০ জানুয়ারি থেকে দুই সপ্তাহ ধরে সারাদেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। এই কার্যক্রমের মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদ করা হবে।

ইসি জানিয়েছে, ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারির মধ্যে তথ্যসংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহ করবেন এবং মৃত ভোটারদের নাম তালিকা থেকে কর্তন করবেন। এছাড়া, ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে জন্ম নেওয়া নাগরিকদের তালিকাভুক্তি এবং পূর্ববর্তী হালনাগাদ কার্যক্রমে বাদ পড়াদেরও অন্তর্ভুক্ত করা হবে।

তথ্য সংগ্রহকারীগণ নির্ধারিত ফরম পূরণসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করবেন। এরপর ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিলের মধ্যে নিবন্ধন কেন্দ্রে ভোটারদের বায়োমেট্রিক গ্রহণসহ নিবন্ধন কার্যক্রম শুরু হবে। ভোটার এলাকা স্থানান্তরের আবেদন গ্রহণ, মৃত ভোটারদের নাম কর্তন এবং নতুন ভোটারের তথ্য সংগ্রহের কাজ ১২ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারির মধ্যে হবে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ ৫ মে’র মধ্যে খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত করবে এবং সিএমএস পোর্টালে লিংক সরবরাহ করা হবে।

কেএইচ

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে