ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

ফৌজদারি মামলা তদন্তে পুলিশ ছাড়া নতুন সংস্থা গঠনের পক্ষে বিপ্লবী প্রস্তাব

২০২৫ জানুয়ারি ০৪ ১৫:১১:২২
ফৌজদারি মামলা তদন্তে পুলিশ ছাড়া নতুন সংস্থা গঠনের পক্ষে বিপ্লবী প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক: ফৌজদারি অপরাধের মামলা তদন্তের জন্য পুলিশের বাইরে একটি স্বতন্ত্র সংস্থা গঠনের প্রস্তাব করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। কমিশনের মতে, এ সংস্থাটি হবে দক্ষ ও নির্ভরযোগ্য, যাতে এটি প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারে এবং বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে পারে। কমিশন এ প্রস্তাবও দিয়েছে যে, একটি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠা করা প্রয়োজন, যা ফৌজদারি মামলার তদন্তকে আরও কার্যকর ও দ্রুত করবে।

এই প্রস্তাবের বিষয়গুলো সম্প্রতি আইন মন্ত্রণালয়ে পাঠানো প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বর্তমানে, ফৌজদারি মামলার তদন্ত পুলিশের মাধ্যমে সম্পন্ন হয়, যার মধ্যে থানা-পুলিশ, সিআইডি (অপরাধ তদন্ত বিভাগ) এবং পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) রয়েছে। তবে এসব সংস্থা পুলিশের অধীনে পরিচালিত হয় এবং সেগুলোর সদস্যদের নিয়োগও হয় পুলিশের মধ্য থেকে বদলির মাধ্যমে।

সংস্থার বৈশিষ্ট্য: বিচার বিভাগ সংস্কার কমিশন যে নতুন তদন্ত সংস্থার প্রস্তাব করছে, তাতে উল্লেখ করা হয়েছে যে, এই সংস্থার জনবল পুলিশ বাহিনী থেকে সম্পূর্ণ আলাদা হবে। সংস্থাটির কাঠামো ও কার্যক্রমও স্বাধীন হবে, এবং এতে নিয়োগ, চাকরির শর্ত, বাজেট, অবকাঠামো ইত্যাদি বিষয়ে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো থাকবে। এই সংস্থা মামলার দায়েরের পর তদন্ত শুরু করবে এবং তার তদন্ত কর্মকর্তা সংশ্লিষ্ট অ্যাটর্নি বা প্রসিকিউটরের তত্ত্বাবধানে কাজ করবেন।

আইনজীবী তানিম হোসেইন শাওন বলেছেন, ফৌজদারি বিচারব্যবস্থায় সুষ্ঠু ও প্রভাবমুক্ত তদন্ত নিশ্চিত করতে এই ধরনের স্বতন্ত্র তদন্ত সংস্থার প্রয়োজনীয়তা নিয়ে কমিশন কাজ করছে। তিনি আরও বলেন, এই পরিবর্তনগুলো বিচার বিভাগের আর্থিক স্বাধীনতা, বাজেটের বৃদ্ধি এবং কার্যকর বিচার প্রাপ্তির বিষয়েও পদক্ষেপ নেবে।

মিথ্যা মামলা এবং হেনস্তা: কমিশন জানিয়েছে, মিথ্যা মামলা এবং হেনস্তার ঘটনা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক প্রভাব ও দুর্নীতি অনেক ক্ষেত্রে সঠিক তদন্ত বন্ধ করে দেয়, যার ফলে নির্দোষ ব্যক্তিরা হয়রানির শিকার হন এবং প্রকৃত অপরাধীরা পার পেয়ে যায়। পুলিশ বাহিনীর কিছু সদস্যের দুর্নীতি এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতা বিচার ব্যবস্থার প্রতি জনমানুষের আস্থাকে ক্ষুণ্ণ করেছে, তাই এই প্রস্তাবের মাধ্যমে কমিশন একটি কার্যকর, নির্ভরযোগ্য, এবং প্রভাবমুক্ত তদন্ত সংস্থার প্রস্তাব করছে।

অ্যাটর্নি সার্ভিস গঠন: বিচার বিভাগ সংস্কার কমিশন প্রাথমিক প্রতিবেদনে আরও একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছে, যা হল একটি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠা। এই সার্ভিসের মাধ্যমে আইন কর্মকর্তাদের নিয়োগ ও পদোন্নতির প্রক্রিয়া আরও সুসংগঠিত হবে, এবং তাদের দায়িত্ব পালনের জন্য যথাযথ কাঠামো, বাজেট ও সহায়ক জনবল থাকবে। এর ফলে বিচার বিভাগের কার্যক্রম আরও দক্ষ ও সুষ্ঠু হবে।

বিশ্ববিদ্যালয় এবং আইনজীবীদের মতামত: বিচার বিভাগ সংস্কার কমিশনের এই প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক বলেন, এই প্রস্তাব বিশ্বব্যাপী বিভিন্ন দেশে কার্যকরভাবে প্রবর্তিত অ্যাটর্নি সার্ভিস এবং স্বতন্ত্র তদন্ত সংস্থার মতো হতে পারে, যা বাংলাদেশের বিচারব্যবস্থাকে আরও কার্যকর এবং প্রভাবমুক্ত করবে।

এছাড়া, সাবেক আইজিপি মুহাম্মদ নুরুল হুদা প্রস্তাবটির প্রতি সন্দেহ প্রকাশ করেছেন, তবে কমিশন মনে করছে, পুলিশ বাহিনীর জন্য আরও বিশেষায়িত সংস্থার প্রয়োজন, যা সত্যিকারভাবে তদন্তের জন্য এককভাবে দায়িত্ব পালন করবে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে